ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে ১২’শ লিটার দেশীয় মদসহ নয়জন ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ২০:৪৭, ২৯ জুলাই ২০২০

ঈশ্বরদীতে ১২’শ লিটার দেশীয় মদসহ নয়জন ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বুধবার গভীর রাতে শহরের ‘‘জিরো পয়েন্ট রেলগেট’’ এর নিকটস্থ সুইপার কলোনী থেকে ঈশ্বরদীতে থানা পুলিশ প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১২’শ লিটার দেশীয় মদসহ নয়জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো স্কুল পাড়ার শ্রী ধীরেন দাসের ছেলে শ্রী বিপ্লব দাস,মাজদিয়া বড় পাড়ার মৃত এরশাদ আলীর ছেলে সাহাবুল, ফতে মহাম্মদপুরের আইনুল হকের ছেলে জুলমত আলী ও আকবর হোসেনের ছেলে রাজ আলী,দরিনারিচার সুখদেব বাঁশফোরের ছেলে সুভাস কুমার,শেরশাহ রোড কাঁঠাল তলার মৃত রহমত প্রামানিকের ছেলে সোহেল প্রামানিক, চরমিরকামারী মাথাল পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে হেলাল হোসেন,কেন্দ্রিয় ঈদগাহ রোডের মৃত শওকত আলীর ছেলে চঞ্চল মাহমুদ ও কাচারি পাড়ার মৃত বাবলুর ছেলে রাসেল । গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদীর অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীরের নেতৃত্বে অভিযান চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর সাংবাদিকদের জানান,দীর্ঘদিন থেকে গ্রেফতারকৃতরা সুইপার কলোনীতে দেশীয় মদসহ বিভিন্ন মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এদিকে পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়ে সচেতন মহল দাবি করেছে,সুষ্ঠ পরিবেশ গঠনে ঈশ্বরদীতে মাদক ব্যবসার যেসব রাঘব বোয়াল রয়েছে তাদেরও গ্রেফতার করা জরুরি।
×