ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজনীতিতে যে শুণ্যতা বিরাজ করছে তা শুধু জাপাই পূরণ করতে পারবে : জিয়াউদ্দিন বাবলু

প্রকাশিত: ১৯:৪৫, ২৯ জুলাই ২০২০

রাজনীতিতে যে শুণ্যতা বিরাজ করছে তা শুধু জাপাই পূরণ করতে পারবে : জিয়াউদ্দিন বাবলু

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির নব নিযুক্ত মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু বলেছেন, দেশের রাজনীতিতে যে শুণ্যতা বিরাজ করছে তা শুধু জাপাই পূরণ করতে পারবে। তিনি বলেন, জাপা সুসংহত ও ঐক্যবদ্ধ হয়ে রাজনীতিতে দূর্ভেদ্য রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনেই একক ভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাবে। বুধবার জাতীয় পার্টি মহাসচিব কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এরশাদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এসময় সাবেক এই মন্ত্রী বলেন, জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে একমাত্র সম্ভাবনাময় দল। কারন, জাতীয় পার্টি হরতাল, জ¦ালাও-পোড়াও এবং ধংসাত্মক রাজনীতি পছন্দ করেনা। তিনি বলেন, করোনা ও বন্যা পরিস্থিতি উন্নতি হলেই জাতীয় পার্টি সারাদেশে সংগঠনকে শক্তিশালী করতে কর্মসূচি গ্রহণ করবে। প্রতিটি শাখা কমিটিতে সম্মেলনের মাধ্যমে পূণর্বিন্যাস করা হবে। তিনি বলেন, জাতীয় পার্টি ইতিবাচক রাজনীতি করে তাই বর্তমান সরকারের স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে সংসদে সোচ্চার ভূমিকা রেখেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এই ডাকসু নেতা বলেন, জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক দল। গেলো বছর ২৮ ডিসেম্বর জাতীয় কাউন্সিল এবং পার্টির গঠনতন্ত্রের ক্ষমতা বলে পার্টি চেয়ারম্যান দলের স্বার্থ বিবেচনায় যে কোন সিদ্ধান্ত নিতে পারেন। তাই চেয়ারম্যান পার্টির প্রয়োজনে যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই গণতান্ত্রিক। রাজনীতিতে নেতৃত্বের পরিবর্তন হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, এড. মো. রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর সিকদার েেলাটন, লিয়াকত হোসেন খোকা এমপি, মনিরুল ইসলাম মিলন, জহিরুল আলম রুবেল, আহসান আদেলুর রহমান আদেল, গোলাম মোহাম্মদ রাজু, ফকরুল আহসান শাহজাদা প্রমুখ।
×