ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাশেদ বিপ্লবের টেলিফিল্ম ‘জলে কুমিড় ডাঙ্গায় বাঘ’

প্রকাশিত: ১৯:৪৪, ২৯ জুলাই ২০২০

রাশেদ বিপ্লবের টেলিফিল্ম ‘জলে কুমিড় ডাঙ্গায় বাঘ’

সংস্কৃতি ডেস্ক ॥ আসন্ন ঈদ-উল-আযহার বিশেষ অনুষ্ঠানমালায় প্রচারের জন্য নির্মাণ করা হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘জলে কুমিড় ডাঙ্গায় বাঘ’। ফেরারী ফরহাদের গল্পে টেলিফিল্মটি পরিচালনা করেছেন নির্মাতা রাশেদ বিপ্লব। টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, ফারুক আহমেদ, স্বাধীন খসরু, সোহেল খান, ম ম মোরর্শেদ, আরমান পারভেজ মুরাদ, মুনিরা মিঠু, ঈশানা, পুতুল, লবাণী, নিশি খানসহ একঝাঁক তারকা শিল্পী। ‘জলে কুমিড় ডাঙ্গায় বাঘ’ টেলিফিল্মটি ঈদের দিন বেলা ২-৩০ মিনিটে চানেল আইতে প্রচার হবে। টেলিফিল্মটি প্রসঙ্গে নির্মাতা রাশেদ বিপ্লব বলেন গতানুগতিক গল্পের বাইরেও আমাদের অনেক গল্প আছে তেমনই একটি গল্পের টেলিফিল্ম ‘জলে কুমিড় ডাঙ্গায় বাঘ’। আমি চেষ্টা করেছি এমন ভাবে গল্প বলতে যাতে নির্মল বিনোদনের পাশাপাশি দর্শক ম্যাসেজ ও পায়। পুরো গল্প আমি এখনই বলতে চাইনা দর্শক ঈদ অনুষ্ঠান মালায় চানেল আইয়ে পর্দায় দেখুক। এ প্রসঙ্গে গল্পকার ফেরারী ফরহাদ বলেন আমরা যারা নাট্যকার ও নির্মাতা আমরা প্রত্যেকেই সমাজের কাছে দেশের কাছে দ্বায়বদ্ধ। আমাদের সৃষ্টি দেখে দর্শক প্রভাবিত হয়। আমি চেষ্টা করেছি আমার এই গল্পের মধ্যেদিয়ে সমাজকে কিছু দেয়ার। আর রাশেদ বিপ্লব অনেক গুণী নির্মাতা। আমার গল্পটিকে যথাযথ ভাবেই উপস্থাপন করেছেন। টেলিফিল্ম ‘জলে কুমিড় ডাঙ্গায় বাঘ’ প্রসঙ্গে অভিনেতা জাহিদ হাসান বলেন আমরা শিল্পীরা হলাম নরম কাদামাটি, যে কারিগর যেমন বানাবে আমরা ঠিক তেমন রূপ নেবো, একটা ভালো কাজের জন্য একটি ভালো গল্পের সঠিক রূপদান করতে সঠিক নির্মাতা প্রয়োজন। এই কাজটি করতে গিয়ে আমি দেখেছি চমৎকার টিমওর্য়াক-খুব সুন্দর একটা কাজ হয়েছে, দর্শদের বলবো টেলিফিল্মটি দেখার জন্য। আশা করি আপনারা নিরাশ হবেন না।
×