ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাস্তি কমলো উমর আকমলের

প্রকাশিত: ১৯:০৫, ২৯ জুলাই ২০২০

শাস্তি কমলো উমর আকমলের

স্পোর্টস রিপোর্টার ॥ শাস্তি কমে এলো পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমলের। তিন বছরের নিষেধাজ্ঞা অর্ধেক কমে নেমে এসেছে দেড় বছরে। এর ফলে আগামী বছরের আগস্টেই আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন এই ব্যাটসম্যান। বুধবার পাকিস্তানের সুপ্রিম কোর্টের স্বাধীন বেঞ্চ এ আদেশ দেয়। এসময় আদালতে উপস্থিত ছিলেন আকমল। চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগ-পিএসএলে পিসিবির ‘দুর্নীতিবিরোধী নীতিমালা’ ভাঙার দায়ে তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয় উমর আকমলকে। প্রাথমিকভাবে নিজের দোষ স্বীকারও করে নিয়েছিলেন ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান। দুটি অভিযোগের তদন্ত শেষে এপ্রিলে তাকে তিন বছরের জন্য সবধরণের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করে পিসিবি। মে মাসে শাস্তি কমানোর জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানান উমর আকমল। মূলত ২০১৭ সালে এমন অপরাধ করেও মাত্র ৬ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পেসার মোহাম্মদ ইরফান। এর আগে মোহাম্মদ নেওয়াজকে দেয়া হয়েছিল মাত্র ২ মাসের নিষেধাজ্ঞা। সেসব বিবেচনা করে তার শাস্তিও কমানোর জন্য আপিল করেছিলেন আকমল। সবকিছু বিবেচনা করে তার শাস্তি কমিয়ে দেড় বছর করা হয়েছে। শাস্তি কার্যকর হবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এবং তার মুক্তি মিলবে আগামী বছরের আগস্টে।
×