ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাতিয়ায় অস্ত্রসহ ডাকাত আটক

প্রকাশিত: ১৩:২০, ২৯ জুলাই ২০২০

হাতিয়ায় অস্ত্রসহ ডাকাত আটক

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ অস্ত্রসহ রাসেল (৩০) নামে এক ডাকাত সর্দারকে আটক করেছে কোষ্টগার্ড। আজ বুধবার ভোরে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ডাকাত সর্দার রাসেল, হাতিয়ার নিঝুমদ্বীপের ৬নং ওয়ার্ড আদর্শ গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। কোষ্টগার্ডের হাতিয়া ষ্টেশন কমান্ডার ল্যাফটেনেন্ট বিশ্বজিত বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পাওয়ায় যে নিঝুমদ্বীপে একটি গ্রুপ ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সে মোতাবেক কোষ্টগার্ড নিঝুমদ্বীপের চৌকিদার খালে অবস্থান নেয়। কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গ্রুপের প্রধান রাসেল কে আটক করে কোষ্টগার্ড। এসময় তার কাছ থেকে ১টি পিস্তল, ১টি একনালা বন্দুক, দুই রাউন্ড তাজা গুলি ও তিনটি বগিদা উদ্বার করা হয়। কোষ্টগার্ড আরো জানান, আটক রাসেলের বিরুদ্ধে হাতিয়া, মনপুরাসহ ও বিভিন্ন থানায় প্রায় ৭টি মামলা রয়েছে। এদিকে আটক ডাকাত সর্দার রাসেলকে অস্ত্রসহ হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে কোষ্টগার্ড বাদী হয়ে অস্ত্র ও ডাকাতির মামলার প্রস্তুতি চলছে।
×