ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টেকনাফে ওসির নামে চাঁদা আদায়, আটক ৩

প্রকাশিত: ১২:৫৫, ২৯ জুলাই ২০২০

টেকনাফে ওসির নামে চাঁদা আদায়, আটক ৩

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশের নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায়ের অভিযোগে এক চৌকিদারসহ ৩ জনকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে থানা পুলিশের একটি দল এ অভিযান চালায়। আটক ব্যক্তিরা হচ্ছে, হ্নীলা লেদা পাড়ার আবু বক্করের পুত্র ফরিদ আলম, মৃত হামিদ আলীর পুত্র আব্দু শুক্কুর এবং আলী হোছনের পুত্র চৌকিদার মো: আলম। হ্নীলা পূর্ব পানখালির মাইক্রোবাস চালক নুরুল আমিনের কাছ থেকে উকিল পরিচয়ে হেলাল উদ্দীন নামে এক ব্যক্তি ২ লক্ষ ৫০ হাজার টাকা চাঁদা আদায় করেছেন বলে অভিযোগ ওঠেছে। হেলাল উদ্দীন পশ্চিম পানখালীর মৃত গফুর মিয়ার পুত্র। মঙ্গলবার চাঁদা আদায়ের অভিযোগে থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগী নুরুল আমিনের স্ত্রী ছালেহা বেগম। তার স্বামী নুরুল আমিনকে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ক্রসফায়ার দেয়ার ভয় দেখিয়ে হেলাল উদ্দীন চাঁদা আদায় করেন বলে জানান ছালেহা বেগম। পুলিশ সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বরের মধ্যে টেকনাফকে মাদক মুক্ত করার জন্য থানা পুলিশের সাঁড়াশি অভিযানকে কেন্দ্র করে কিছু অসাধু চক্র ওসির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ব্যক্তিদের ভয় দেখিয়ে চাঁদা আদায় করে আসছে। সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে পুলিশ তিনজন অসাধু চাঁদাবাজকে আটক করে।
×