ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোয়া লাখ পিস ইয়াবা উদ্ধার

ট্রাক ভর্তি চিরাই কাঠসহ তিনজন আটক

প্রকাশিত: ০০:৩১, ২৯ জুলাই ২০২০

ট্রাক ভর্তি চিরাই কাঠসহ তিনজন আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়া টেকনাফ এলাকার বনজসম্পদ ধ্বংস শেষে এবার বিভিন্ন জেলার বনাঞ্চল ধ্বংসে হানা দিচ্ছে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট সদস্যরা। সাতকানিয়ার পদুয়া থেকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের সময় কক্সবাজার লিংক রোড চেকপোস্টে চিরাই কাঠ ভর্তি একটি ট্রাকসহ তিনজনকে আটক করেছে বনবিভাগ। মঙ্গলবার ভোরে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে এ অভিযান চালানো হয়। আটক ট্রাক ও আটক ব্যক্তিদের বন হেফাজতে আনা হয়েছে। ইয়াবা উদ্ধার ॥ এদিকে, টেকনাফে বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। মঙ্গলবার ভোরে মিয়ানমার হতে বড় ধরনের মাদকের চালান আসার সংবাদ পেয়ে হ্নীলা নাফ নদী সংলগ্ন কেওড়া বাগানে অবস্থান নেয় বিজিবি। কিছুক্ষণ পর ২ মাদককারবারি নাফ নদী সাঁতরিয়ে কেওড়া বাগান দিয়ে উঠে আসার পথে তাদের দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ করলে বস্তাটি ফেলে কেওড়া বাগান দিয়ে পালিয়ে যায়।
×