ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আক্রান্তে তুরস্ককে টপকে ১৬তম বাংলাদেশ

প্রকাশিত: ২৩:৫৪, ২৯ জুলাই ২০২০

আক্রান্তে তুরস্ককে টপকে ১৬তম বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ স্বল্প সময়ের ব্যবধানে করোনাভাইরাস শনাক্তের শীর্ষ তালিকায় একের পর এক দেশকে পেছনে ফেলে দিচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার তুরস্ককে পেছনে ফেলে বাংলাদেশ ১৬তম স্থানে চলে এসেছে। ২৮ জুলাই বাংলাদেশী সময় বেলা তিনটায় ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের সংখ্যার বিচারে এ চিত্র পাওয়া গেছে। এখন বাংলাদেশের সামনে রয়েছে ইতালি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সংক্রমণ শনাক্তের বিচারে ভারত ও পাকিস্তানই কেবল বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। ভারতের অবস্থান চলে এসেছে চতুর্থ স্থানে। সংক্রমণ শনাক্তের তালিকায় শীর্ষ অবস্থান যুক্তরাষ্ট্রের। এরপর রয়েছে ব্রাজিল (দ্বিতীয়), ভারত (তৃতীয়), রাশিয়া (চতুর্থ), দক্ষিণ আফ্রিকা (পঞ্চম), মেক্সিকো (ষষ্ঠ), পেরু (৭ম), চিলি (৮ম), স্পেন (নবম), যুক্তরাজ্য (দশম), ইরান (১১তম), পাকিস্তান (১২তম), সৌদি আরব (১৩তম), কলম্বিয়া (১৪তম), ইতালি (১৫তম) ও বাংলাদেশ (১৬তম)। তুরস্ক চলে গেছে ১৭তম স্থানে। পরিসংখ্যান অনুযায়ী দক্ষিণ এশিয়ায় আক্রান্তের সংখ্যায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। উপমহাদেশে তালিকার শীর্ষে রয়েছে ভারত ও পাকিস্তান। অজ্ঞান পার্টির আট সদস্য গ্রেফতার স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে অজ্ঞানপার্টির ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রানা শিকদার (২৪), জুম্মাত (২৪), সোহেল রানা (৩৫), বিল্লাল (৩০), আলী হোসেন (৪২), সোহেল (২৬), জহুরুল (২৪) ও হেলাল (২৭)। তাদের কাছে ১০০ চেতনানাশক বড়ি, চারটি স্প্রে বোতল, চারটি মলমের কৌটা ও মরিচের গুঁড়া জব্দ করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃতরা সাধারণ মানুষকে অচেতন করে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। সোমবার রাতে লালবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
×