ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কমিউনিটি ব্যাংক হবে অন্যদের চেয়ে আলাদা ॥ আইজিপি

প্রকাশিত: ২৩:৫২, ২৯ জুলাই ২০২০

কমিউনিটি ব্যাংক হবে অন্যদের চেয়ে আলাদা ॥ আইজিপি

স্টাফ রিপোর্টার ॥ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড শুধু ব্যাংকের সংখ্যা বৃদ্ধির জন্য নয়। একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে বিশেষ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এ ব্যাংকটি হবে অন্যদের চেয়ে আলাদা, স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিউনিটি ব্যাংকের গুলশান, ধানম-ি, চকবাজার এবং উত্তরা শাখা উদ্বোধনকালে এ কথা বলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ। তিনি জানান, ইনোভেটিভ ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের জনগণের আর্থিক নিরাপত্তা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রতিষ্ঠিত হয়েছে এ ব্যাংক। কমিউনিটি ব্যাংক শুধু পুলিশ সদস্যদের জন্য নয়, জনগণের কল্যাণে কাজ করবে। দেশের জনগণ যেন এটিকে নিজেদের ব্যাংক মনে করে। পুলিশের মহাপরিদর্শক জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অনেক ক্ষেত্রে বিশ্বে মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা চাই, ব্যাংকিং জগতেও দেশে-বিদেশে কমিউনিটি ব্যাংক সেরা হবে। ব্যাংকটির সেবা, কাস্টমারদের প্রতি আচরণ, টেকনোলজি হবে আন্তর্জাতিক মানের, যাতে গ্রাহকের আস্থা অর্জন করা যায়। আমাদের লক্ষ্য হলো, সেরাদের মধ্যে সেরা হওয়া। আমরা দ্রুত সারাদেশে বিস্তৃত হতে চাই। ব্যাংকারদের উদ্দেশে আইজিপি জানান, আপনাদের গতানুগতিক ব্যাংকিংয়ের বাইরে গিয়ে ইনোভেটিভ ব্যাংকিং নিয়ে আসতে হবে। গ্রাহকদের জন্য নতুন নতুন প্রোডাক্ট আনবেন, কাটিং এজ টেকনোলজি ব্যবহার করবেন। ব্যাংকিং জগতে আপনারা লিড করবেন, যেন অন্যরা আপনাদের অনুসরণ করে। বর্তমান করোনা পরিস্থিতি সম্পর্কে ড. বেনজীর আহমেদ জানান, আমরা হার না মানা জাতি। করোনার সঙ্গে যুদ্ধ করতে করতে আমরা এগিয়ে যাব।
×