ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জন্মদিনের শুভেচ্ছার জবাবে সবাইকে জয়ের ধন্যবাদ

প্রকাশিত: ২৩:৩১, ২৯ জুলাই ২০২০

জন্মদিনের শুভেচ্ছার জবাবে সবাইকে জয়ের ধন্যবাদ

বিশেষ প্রতিনিধি ॥ জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার প্রথম প্রহরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, যারা বিভিন্ন মাধ্যমে আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, সবাইকে ধন্যবাদ। আসলে আমার বয়স লুকানোর কোন উপায় নেই। কারণ বাংলাদেশ আর আমার বয়স একই! জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৭ জুলাই অবরুদ্ধ ঢাকায় পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার প্রথম সন্তান জয়ের জন্ম। দেশ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয়ের পর তাঁর নাম জয় রাখেন নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সোমবার ছিল সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন। সেদিন প্রথম প্রহর থেকেই তাঁর জন্য শুভেচ্ছা বার্তা আসতে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
×