ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনার উপসর্গে সাইকেল মিস্ত্রিসহ দুজনের মৃত্যু

প্রকাশিত: ২৩:১৬, ২৯ জুলাই ২০২০

করোনার উপসর্গে সাইকেল মিস্ত্রিসহ দুজনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনার উপসর্গ জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টে দেশে কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতক্ষীরায় প্রতাপ রায় (৫২) নামে এক সাইকেল মিস্ত্রি, ঝালকাঠিতে আব্দুল জলিল (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। আর করোনা আক্রান্ত হয়ে সিলেট বিভাগে চারজন, দিনাজপুরে ফজলুর রহমান নামে এক বৃদ্ধ, বগুড়ায় পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ, ভোলায় ডেন্টাল চিকিৎসক হাবিবুর রহমান চৌধুরীর স্ত্রী তাহমিনা বেগমের (৩৮) মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন টাঙ্গাইলে জেলা প্রশাসক (ডিসি) আতাউল গনিসহ ৫২ জন, সাতক্ষীরায় ২০, সিলেটে বিভাগে ৯০, দিনাজপুরে চিকিৎসক ও ব্যাংকারসহ ৪২, গাইবান্ধায় চারজন, পিরোজপুরের মঠবাড়িয়ায় নয়জন। সোমবার রাত ও মঙ্গলবার এসব তথ্য জানা গেছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির ৪৫ মিনিট পর করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন প্রতাপ রায় নামের এক বাইসাইকেল মিস্ত্রি। মঙ্গলবার সকাল পৌনে ৯টায় তিনি হাসপাতালের আইসোলেশনে মারা যান। মৃত প্রতাপ রায় (৫২) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের গৌরপদ রায়ের ছেলে। এদিকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। ঝালকাঠি ॥ রাজাপুরে করোনা উপসর্গ নিয়ে আবদুল জলিল নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সিলেট ॥ মঙ্গলবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৯০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে বিভাগে চারজনের মৃত্যু ঘটেছে। দিনাজপুর ॥ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে মোঃ ফজলুর রহমান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বগুড়া ॥ বগুড়ায় মঙ্গলবার সকালে করোনায় আক্রান্ত হয়ে পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালকের মৃত্যু হয়েছে। তার নাম আবুল কালাম আজাদ (৬৮)। তার বাড়ি নওগাঁর পোস্টঅফিস পাড়ায়। ভোলা ॥ করোনায় আক্রান্ত হয়ে ভোলার লালমোহন উপজেলার ডেন্টাল চিকিৎসক হাবিবুর রহমান চৌধুরীর স্ত্রী তাহমিনা বেগমের মৃত্যু হয়েছে। টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক (ডিসি) আতাউল গনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সকালে তার নমুনার ফলে করোনা পজিটিভ আসে। মঠবাড়িয়া ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় নয়জনসহ করোনায় আক্রান্তের সংখ্যা দুই শ’ ছাড়িয়েছে। এর মধ্যে প্রথম এ উপজেলায় একজন সাংবাদিকের (ইত্তেফাক প্রতিনিধি জামান আবির) করোনা শনাক্ত হয়েছে। গাইবান্ধা ॥ গাইবান্ধায় করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছে।
×