ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চাঁদাবাজি মামলায় জাতীয় বঙ্গলীগের সভাপতি কারাগারে

প্রকাশিত: ২৩:১৫, ২৯ জুলাই ২০২০

চাঁদাবাজি মামলায় জাতীয় বঙ্গলীগের সভাপতি কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজির মামলায় বাংলাদেশ জাতীয় বঙ্গলীগের সভাপতি শওকত হাসান মিয়াকে জেলহাজতে পাঠিয়েছে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত। ২৭ জুলাই বিকেলে তাকে কারাগারে পাঠায় আদালত। বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এ্যান্ড সাইন্সের (ইউআইটিএস) উপাচার্যকে প্রাণনাশের হুমকি দেয়া এবং একই সঙ্গে ৬০ কোটি টাকা চাঁদা দাবি করেন শওকত হাসান মিয়া। এ অভিযোগে গত ২ জানুয়ারি তার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় মামলা দায়ের করেন উপাচার্যের ব্যক্তিগত সহকারী মোস্তফা কামাল। এরপর তার বিরুদ্ধে করা মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে গত ১৫ জানুয়ারি পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। পরে আদালত ১৫ জানুয়ারি তার জামিন মঞ্জুর করে। এরপর তিনি ৮ ফেব্রুয়ারি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। একই সঙ্গে আদালত ১৮ মার্চের মধ্যে নিম্ন আদালতে হাজিরের নির্দেশ দেয়। কিন্তু শওকত হাসান জামিন পেয়ে আত্মগোপন করেন। পরে পুলিশ তাকে ২৭ জুলাই পুনরায় গ্রেফতার করে। জানা গেছে, আসামিরা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দিয়েছে- পুলিশ এমন ঘটনার সত্যতা পেয়েছে।
×