ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে তিন ছিনতাইকারী আটক

প্রকাশিত: ২১:৩৩, ২৯ জুলাই ২০২০

কিশোরগঞ্জে তিন ছিনতাইকারী আটক

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৮ জুলাই ॥ দেশীয় অস্ত্রসহ সজীব পৌদ্দার (২৬), সুমন আহমেদ ওরফে লিজন (২০) ও শাহ আলম (২৭) নামের তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে শহরের বত্রিশস্থ জেলা সরণি মোড়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে টহলরত র‌্যাব সদস্যরা তাদের আটক করে। এ সময় তাদের তল্লাশি করে দুটি চাকু, একটি কম্বিনেশন প্লায়র (প্লাস), তিনটি মোবাইল সেট ও এক হাজার দুই শ’ সত্তর টাকা উদ্ধার করা হয়। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম শোভন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সদরের বত্রিশ বাসস্ট্যান্ড হতে বড়বাজার এলাকায় করোনাকালীন টহল পরিচালনা করছিল। এ সময় জেলা সরণি মোড়ে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিন ছিনতাইকারী দৌড়ে পালানোর চেষ্টা করে। সঙ্গীয় অফিসার্স ও ফোর্সের সহায়তায় বত্রিশ মুক্তি সরণির মৃত বরলাম পৌদ্দারের ছেলে সজীব পৌদ্দার ও বত্রিশ বগাদিয়ার মৃত জালাল উদ্দিনের ছেলে শাহ আলম ও কটিয়াদী উপজেলার গচিহাটার মৃত তমির উদ্দিনের ছেলে সুমন আহমেদ ওরফে লিজনকে আটক করা হয়।
×