ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় ৫শ ৪৪ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ২১:২৭, ২৮ জুলাই ২০২০

কুষ্টিয়ায় ৫শ ৪৪ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে পুলিশ ৫শ ৪৪ বোতল ফেন্সিডিলসহ তিন যুবককে আটক করেছে। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি পুলিশ বক্সের সামনে একটি পাটকাঠি বোঝায় স্যালো ইঞ্জিন চালিত আলমসাধু আটক করে সেটিতে তল্লাশী চালিয়ে ৫শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ। এসময় মেহেরপুর জেলার গাংনী উপজেলার মথুরাপুর (করমদি তেতুলবাড়ি) গ্রামের ইব্রাহিম শেখের ছেলে আবু সাঈদ (২০) ও একই গ্রামের চান শেখের ছেলে রজব আলীকে (২৪) আটক করা হয়। পৃথক ঘটনায় ভাগজোত তালতলা গ্রামের মুনসুর মন্ডলের ছেলে নজিবুল মন্ডলকে (৩৬) গ্রেফতার করা হয়। আটককৃত ওই তিন যুবক মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ। দৌলতপুর থানা পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে খলিসাকুন্ডি পুলিশ বক্সের সামনে সড়কে ব্যারিকেড দিয়ে পাটকাঠি বোঝায় স্যালো ইঞ্জিন চালিত একটি আলমসাধু আটক করা হয়। মেহেরপুরের গাংনী থেকে কুষ্টিয়ার দিকে আসা ওই আলমসাধুটিতে পরে তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় রাখা পাটকাঠির নীচে থেকে বস্তাভর্তি ৫শ’ বোতল আমদানি নিষিদ্ধ ভরতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় আলমসাধুর আরোহী দুই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ফেন্সিডিল বহনে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ আটককৃতদের দৌলতপুর থানায় সৌপর্দ করা হয়। দৌলতপুর থানার সেকেন্ড অফিসার এসআই রাজিব রায়হান জানান, অভিযান চালিয়ে খলিশাকুন্ডি পুলিশ ক্যাম্পের সামনে থেকে উদ্ধার হওয়া ৫’শ বোতল ফেন্সিডিলসহ আটক দুই যুবককে থানায় সৌপর্দ করা হয়েছে। এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। অপরদিকে দৌলতপুর থানা পুলিশ আজ মঙ্গলবার ভোরে ভাগজোত তালতলা গ্রামের জনৈক নজিবুল মন্ডল (৩৬) পিতা-মুনসুর মন্ডল এর বসতবাড়িতে অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেন্সিডিলসহ নজিবুল মন্ডলকে গ্রেফতার করে। এ ব্যাপারে দৌলতপুর থানায় মাদব দ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক একটি মামলা হয়েছে।
×