ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধামইরহাট সীমান্তে বিপুল পরিমান মাদক আটক করেছে বিজিবি

প্রকাশিত: ১৭:০৩, ২৮ জুলাই ২০২০

ধামইরহাট সীমান্তে বিপুল পরিমান মাদক আটক করেছে বিজিবি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর ধামইরহাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২৪১ বোতল ফেন্সিডিল, ১৫০টি নেশা জাতীয় ইনজেকশন এবং ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৬২ হাজার টাকা। নওগাঁর পত্নীতলা ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন পিএসসি জি বলেন, সোমবার দিনগত রাতে উপজেলার কড়িয়া বিওপির টহল কমান্ডার সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা স্থানীয় লকমা ¯কুল মাঠে চালায়। সেখান থেকে ১৮৭ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। একই রাতে চকইলাম বিওপির সদস্যরা সীমান্তবর্তী চকশব্দল গ্রামে অভিযান চালিয়ে ১৫০টি নেশা জাতীয় ইনজেক্শন এবং মঙ্গলবার ভোর রাতে আলতাদীঘি শাল বাগান এলাকা থেকে ২৯ বোতল ভারতীয় ম্যাগডুয়েল মদ আটক করে। আরেক অভিযানে পাগলা দেওয়ান বিওপির সদস্যরা রুপনারায়নপুর গ্রাম থেকে ৫৪ বোতল ফেন্সিডিল আটক করে। তবে এসব অভিযানে কোন মাদক চোরাকারবারী আটক হয়নি। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মাদক ফেলে পালিয়ে যায়।
×