ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পানিবন্দি অসহায় মানুষের পাশে সাবেক এমপি কেয়া চৌধুরী

প্রকাশিত: ১৫:০৩, ২৮ জুলাই ২০২০

পানিবন্দি অসহায় মানুষের পাশে সাবেক এমপি কেয়া চৌধুরী

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক এমপি কেয়া চৌধুরী। তিনি অসহায় লোকজনের বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করছেন। এ দুর্যোগে লোকজন তাকে পাশে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ছে। পানিবন্দি লোকজন বলেন, বর্তমানে তিনি (কেয়া চৌধুরী) এমপি না হয়ে ত্রাণ নিয়ে বাড়ি বাড়ি এসেছেন। তিনি আমাদের ভুলেননি। এমপি অবস্থায় তিনি উপজেলার স্থানে স্থানে বরাদ্দ দিয়েছেন। ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। আমরা তাকে ভুলতে পারব না। তিনি আমাদের মনে রয়েছেন। তিনিও বাহুবলের হাওড় এলাকার কৃতিসন্তান। ওনার পিতা বীর মুক্তিযোদ্ধা কমান্ডেন্ট মানিক চৌধুরীও তৃণমূল মানুষের পাশে ছিলেন। সেই পিতার কন্যাও একইভাবে তৃণমূল মানুষের পাশে রয়েছেন। কেয়া চৌধুরী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পানিবন্দি লোকজনের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে। সরকারের পাশাপাশি আমাদেরকেও তৃণমূল মানুষে পাশে থাকতে হবে। তাই বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের হাওড় এলাকাখ্যাত মোদাহারপুর, অমৃতা, স্নানঘাট, বাঘদাইর, খাগাউড়া গ্রামের শতাধিক পরিবারে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি। পর্যায়ক্রমে বাকীদের মাঝেও ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছি। চেষ্টা করি মানুষের পাশে থাকার। লোকজন আমাকে পেয়ে আনন্দিত। উল্লেখ্য, ২০১৪ সালে আওয়ামীলীগ থেকে হবিগঞ্জ ও সিলেট জেলার সংরক্ষিত মহিলা আসনে এমপি নির্বাচিত হয়ে কেয়া চৌধুরী স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, সামাজিকসহ বহু ক্ষেত্রে অবদান রেখেছেন।
×