ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় ঈদে ১০ কেজি করে চাল পাচ্ছেন ৬৭ হাজার পরিবার

প্রকাশিত: ১৩:৩৫, ২৮ জুলাই ২০২০

কলাপাড়ায় ঈদে ১০ কেজি করে চাল পাচ্ছেন ৬৭ হাজার পরিবার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ কলাপাড়ায় ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ৬৬ হাজার ৯১৬ পরিবার পাচ্ছেন ঈদ-উল-আজহা উপলক্ষে ভিজিএফএর ১০ কেজি করে চাল। ইতোমধ্যে এ চাল বিতরণ কাজ শুরু হয়েছে। দুই একদিনে বিতরন শেষ হবে। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, চাকামইয়া ৪৬১৫, টিয়াখালীতে ৪০১৮, লালুয়ায় ৪৬৮৭, মিঠাগঞ্জে ৩২৪৬, নীলগঞ্জে ৮১৩১, মহিপুর ৫৮৫২, লতাচাপলী ৭২৬৪, ধানখালীতে ৪৩৯৮, ধুলাসার ৫১১২, বালিয়াতলী ৪৫৬৫, ডালবুগঞ্জ ৩০৬৫ ও চম্পাপুর ইউনিয়নে ৪২৬১ পরিবার এবং কলাপাড়া পৌরসভায় ৪৬২১, কুয়াকাটা পৌরসভায় ৩০৮১ পরিবার ১০ কেজি করে চাল পাচ্ছেন। সরকারি নির্দেশনায় বলা হয়েছে বন্যাক্রান্ত/গরিব/অন্যান্য দূর্যোগাক্রান্ত/ অতিদরিদ্র ব্যক্তি পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করা হলো। কলাপাড়ায় ২০১১ সালের আদম শুমারি অনুসারের কলাপাড়ায় মোট পরিবারের সংখ্যা ৫৭ হাজার ৫২৫টি। আর ২০১৯ সালের কৃষিশুমারি অনুসারে পরিবার সংখ্যা ৬২ হাজার ২৮০ টি। এই হিসেবে সরকার প্রদত্ত বরাদ্দ অনুসারে কোন পরিবারের চাল পাওয়া থেকে বঞ্চিত থাকার কথা নয়। তারপরও অভিযোগ আসছে অনেক দরিদ্র পরিবার চাল পায়নি।
×