ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইংলিশ প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জিতলেন জেমি ভার্ডি

প্রকাশিত: ১১:০৯, ২৮ জুলাই ২০২০

ইংলিশ প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জিতলেন জেমি ভার্ডি

অনলাইন ডেস্ক ॥ ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা খেলোয়াড় নিবার্চিত হয়েছেন লেস্টার সিটির জেমি ভার্ডি। সদ্য শেষ হওয়া টুর্নামেন্টে লিগের সর্বোচ্চ ২৩ গোল করে পুরস্কার হিসেবে গোল্ডেন বুট জিতেছেন এই স্ট্রাইকার। অথচ এক সময় গোল না পাওয়ায় লিগে সেরা একাদশ থেকেও বাদ পড়ার শঙ্কা জেগেছিলো জেমির। জেমি ভার্ডির পা থেকে এসেছে সর্বোচ্চ ২৩ গোল। অবামেয়াং, ড্যানি উইংসদের পেছনে ফেলে সর্বোচ্চ গোলদাতা হিসেবে অর্জন করে নিয়েছেন গোল্ডেন বুট। আর এই অর্জনের ভেতরে রয়েছে বেশ কিছু রেকর্ড। ২০০০-২০০১ মৌসুমের পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতলেন জেমি। আর নবম ইংলিশ ফুটবলার হিসেবে গোল্ডেন বুট অর্জন করে নিলেন এই লেস্টার তারকা। তবে সবচেয়ে বড় যে রেকর্ড তিনি গড়েছেন তা হলো, ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে গোল্ডেন বুট দখলে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। তবে, আফসোস শেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোলের দেখা পাননি জেমি। হেরেছে দল। ছিটকে গেছে আগামী চ্যাম্পিয়ন্স লিগ থেকে। তবে পুরো মৌসুমে সময়টা সবসময় ভালো যায়নি জেমির। অনেক চড়াই উৎড়াই পাড় করতে হয়েছে এই ফুটবলারকে। শুরুতে টানা চার ম্যাচে গোলের দেখা পায়নি এমন সময়ও গেছে এই স্ট্রাইকারের। লেস্টারের মূল একাদশ থেকেও এক সময় বাদ পড়ার গুঞ্জন শোনা গেছে। অথচ এই জেমি ভার্ডিই এখন লিগের সেরা খেলোয়াড়। এই জেমিই ২০১৫-১৬ মৌসুমে লেস্টারকে এনে দিয়েছিলো লিগ শিরোপা।
×