ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভার্চুয়াল শুনানি তথ্য কমিশনে

প্রকাশিত: ০১:১২, ২৮ জুলাই ২০২০

ভার্চুয়াল শুনানি তথ্য কমিশনে

বর্তমান করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে তথ্য কমিশন। সোমবার তথ্য কমিশনে প্রথমবারের মতো ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি গ্রহণ করা হয়েছে। ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে যশোর সদরের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং ঝিকরগাছার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি গ্রহণ করে চূড়ান্ত নিষ্পত্তি করা হয়। অপরদিকে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জের বিরুদ্ধে আনা অভিযোগের পুনর্শুনানির তারিখ নির্ধারণ করা হয়। শুনানি করেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি এবং তথ্য কমিশনার আবদুল মালেক। -বিজ্ঞপ্তি তিন বাংলাদেশী থাইল্যান্ডে গ্রেফতার জনকণ্ঠ ডেস্ক ॥ কম্বোডিয়া থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে থাইল্যান্ডের সা কায়ো প্রদেশ থেকে তিন বাংলাদেশীকে আটক করেছে সীমান্ত পুলিশ। মার্চে বেড়াতে গিয়ে করোনা মহামারীতে আটকে পড়ে অসহায় অবস্থার মধ্যে নাছোড়বান্দা হয়ে তারা ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে যেতে চেয়েছিলেন বলে স্থানীয় গণমাধ্যম পাত্তায়া নিউজের প্রতিবেদনে জানা যায়। এরা হলেন সোহেল পারভেজ (৪০), এমডি (২৭) ও আব্দুল করিম আলজাদ (৩৩)। তাদের সবার কাছে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে। পাত্তায়া নিউজ বলছে, কম্বোডিয়ার পইপেট এলাকা দিয়ে একটি খাল পাড়ি দিয়ে থাইল্যান্ডে ঢোকার সময় ক্লোং লোয়েক এলাকা থেকে তাদের আটক করে সীমান্ত পুলিশ। -বিডিনিউজ
×