ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চাকরি হারিয়ে নিরাপত্তাকর্মীর আত্মহত্যা

প্রকাশিত: ০১:১১, ২৮ জুলাই ২০২০

চাকরি হারিয়ে নিরাপত্তাকর্মীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস মহামারীতে রাজধানীর মিরপুরে চাকরি হারিয়ে হতাশায় এক নিরাপত্তা কর্মী আত্মহত্যা করেছে। এদিকে শাহবাগ ও খিলগাঁওয়ে ছয় ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে বনশ্রীতে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, করোনাভাইরাস মহামারীতে রাজধানীর মিরপুরে চাকরি হারিয়ে হতাশায় মনসুর শেখ (৫৫) নামে এক নিরাপত্তা কর্মী আত্মহত্যা করেছে। সোমবার সকাল ৯টার দিকে পুলিশ মিরপুর ২ নম্বর সেকশনের এইচ ব্লকের ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের বাবা নাম মৃত কলিম উদ্দিন শেখ। গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলায়। এক মেয়ে ও স্ত্রী নিয়ে মিরপুরের ওই বাসায় ভাড়া থাকতেন। নিহতের পরিবার অভিযোগ করেন, বাড়ির পাশে একটি বাড়িতে দারোয়ানের চাকরি করতেন মনসুর শেখ। কিছুদিন আগে করোনাভাইরাস মহামারীতে মনসুর শেখের চাকরিটা চলে যায়। এমনিতে সংসার অভাব অনটন ছিল। তার ওপর চাকরি চলে যাওয়া তিনি হতাশায় ভুগছিলেন। এসব নানা কারণে তিনি আত্মহত্যা করেছেন। মিরপুর মডেল থানার উপপরিদশর্ক (এসআই) মোঃ জামিউর ইসলাম জানান, মিরপুর ২ নম্বর সেকশনের ওই এলাকার টিনশেড বাসায় পরিবার নিয়ে থাকতেন মনসুর শেখ। কিছুদিন আগে তার দারোয়ানের চাকরিটা চলে যায়। বেকার ছিলেন। অভাব অনটনে ভুগছিলেন। যে কারণে সকালে সবার অগোচরে বাঁশের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে মনসুর ফাঁস দেন। পরে স্বজনরা দেখতে পেয়ে থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। এসআই মোঃ জামিউর ইসলাম জানান, প্রাথমিকভাবে অভাবের কারণেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার লাশের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। ৬ ছিনতাইকারী গ্রেফতার ॥ রাজধানীতে ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ আলী (৩৫), মোঃ মরন (৩১), রাসু হোসাইন (২৫), মোঃ রুবেল ওরফে বনসাই রুবেল (২২), মোঃ রিমন (২২), মোঃ শাহীন (১৮)। র‌্যাব-৩ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার এএসপি ফারজানা হক জানান, ঈদকে সামনে রেখে রাজধানীতে সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র। এ প্রেক্ষিতে রবিবার রাতে র‌্যাব-৩ এর একাধিক দল শাহবাগ ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ছয় ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি হাত ঘড়ি ও তিনটি মোবাইল জব্দ করা হয়। এএসপি ফারজানা জানান, শাহবাগ এলাকা থেকে তিন ছিনতাইকারীকে হাতেনাতে ধরা হয়। এছাড়া খিলগাঁও এলাকা থেকে আরও তিনজন ছিনতাইকারীকে আটক করা হয়। গ্রেফতারকৃদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। ৫ মাদককারবারিকে গ্রেফতার ॥ রাজধানীর বনশ্রীতে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে সবুজ মিয়া, এটিএম মাসুম, আলাউদ্দিন, নাজমুল হাসান ও এনায়েত শেখ। বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কায়সার রিজভী কোরায়েশী জানান, রবিবার রাতে গোপন সংবাদ পান, কতিপয় মাদককারবারি ইয়াবাসহ দক্ষিণ বনশ্রীর কে ব্লকের ইস্টার্ন হাউজিং প্রজেক্ট, দেশী ফার্মা লিমিটেডের সামনে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি বিমানবন্দর জোনাল টিমের একটি দল।
×