ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

থাকতে পারবে ‘গ্লি’

প্রকাশিত: ০০:৪৭, ২৮ জুলাই ২০২০

থাকতে পারবে ‘গ্লি’

তুরস্কের ইস্তান্বুলের হায়া সোফিয়া জাদুঘরকে মসজিদে বদলে দিলেও গ্লি নামের একটি বিড়ালকে সেখান থেকে বের করে দেয়া হবে না। সে থাকবে সেখানেই। ধূসর রঙের শরীর ও সবুজ জ্বল জ্বলে চোখের গ্লি অনেক দর্শনার্থীর কাজে প্রিয়। এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালে এক সফরে গ্লির সঙ্গে ছবি তোলেন। ইনস্টাগ্রামে গ্লির হাজারও ফলোয়ার আছেন। -বিবিসি
×