ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গার্ডিওলার কপালে চিন্তার ভাঁজ

প্রকাশিত: ০০:০৭, ২৮ জুলাই ২০২০

গার্ডিওলার কপালে চিন্তার ভাঁজ

স্পোর্টস রিপোর্টার ॥ কোচ হিসেবে বার্সিলোনা-বেয়ার্ন মিউনিখেই নিজের জাত ছিনিয়েছেন পেপ গার্ডিওলা। ইংলিশ প্রিমিয়ার লীগের দল ম্যানচেস্টার সিটির কোচ হয়েও নিজেকে দারুণভাবে মেলে ধরেন এই স্প্যানিয়ার্ড। টানা দুইবার প্রিমিয়ার লীগের শিরোপা জিতে তার দল। তবে এবার সিটিজেনদের হতাশায় ডুবিয়ে লীগ শিরোপা জয়ের উল্লাস করেছে লিভারপুল। তাই গার্ডিওলার চোখ এখন চ্যাম্পিয়ন্স লীগে। তবে এই মুহূর্তে গার্ডিওলার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কেননা ম্যানচেস্টার সিটির কোচ নিজের মুখেই স্বীকার করেছেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে হয়তোবা খেলা হচ্ছে দলের সেরা তারকা সার্জিও এ্যাগুয়েরোর। আগামী ৭ আগস্ট শেষ ষোলোর লড়াইয়ে রিয়ালের মুখোমুখি হবে গার্ডিওলার দল। প্রথম লেগের ম্যাচে স্পেনে সিটিজেনরা ২-১ গোলে জয়ী হয়েছিল। হাঁটুর ইনজুরির কারণে গত ২২ জুন থেকে মাঠের বাইরে রয়েছেন এ্যাগুয়েরো। বার্সিলোনায় তার অস্ত্রোপচার করা হবে বলে নিশ্চিত করেছে। এর আগে সপ্তাহের শুরুতে গার্ডিওলা আশা প্রকাশ করেছিলেন সিটির হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মাদ্রিদের বিপক্ষে ইত্তিহাদ স্টেডিয়ামে ফিরে আসবেন। কিন্তু প্রিমিয়ার লীগে নরউইচ সিটির বিপক্ষে শেষ ম্যাচের শেষে গার্ডিওলা জানান, আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে নিয়ে তার আত্মবিশ্বাস এখন শেষ হয়ে গেছে। এ সম্পর্কে গার্ডিওলা বলেন, ‘আমার মনে হয় না এটা আর সম্ভব।’ এবারের মৌসুমে সবধরনের প্রতিযোগিতায় ২৩ গোল করেছেন সার্জিও এ্যাগুয়েরো। কিন্তু গ্যাব্রিয়েল জেসুস সাম্প্রতিক সময়ে এ্যাগুয়েরোর অনুপস্থিতিতে নিজেকে সামনে নিয়ে এসেছে। গত সাত ম্যাচে জেসুস করেছেন চার গোল। চ্যাম্পিয়ন্স লীগে সিটি কখনই সেমিফাইনালের পরীক্ষা পার করতে পারেনি। কিন্তু ডেভিড সিলভা আশা করছেন তার ১০ বছরের সিটি ক্যারিয়ার থেকে বিদায় নেয়ার আগে অন্তত একবার ইউরোপিয়ান সর্বোচ্চ আসরের শিরোপা জয় করবে সিটিজেনরা। এই অভিজ্ঞ স্প্যানিয়ার্ড রবিবার সিটির হয়ে প্রিমিয়ার লীগের শেষ ম্যাচ খেলেছেন। বিদায়ী ম্যাচে ৮৫ মিনিটে বদলি হিসেবে মাঠ ত্যাগের সময় সতীর্থদের অভিনন্দনও কুড়িয়েছেন। ম্যাচশেষে সিলভা বলেন, ‘এই মুহূর্তে আমি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছি। কারণ এই ক্লাবের সঙ্গে দীর্ঘ ১০ বছর কাজ করেছি। এখানে এত সুন্দর সুন্দর স্মৃতি অর্জন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। অবশ্যই এখানে যখন এসেছিলাম এত কিছু অর্জনের চিন্তা করিনি।’ সিটিতে থাকাকালীন সিলভা ১১টি বড় শিরোপা জয় করেছেন। একইসঙ্গে স্পেনের হয়ে দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপও জয় করেছেন।
×