ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট

ইংলিশদের উদ্যাপনে বৃষ্টির বাধা

প্রকাশিত: ০০:০৭, ২৮ জুলাই ২০২০

ইংলিশদের উদ্যাপনে বৃষ্টির বাধা

স্পোর্টস রিপোর্টার ॥ ওল্ডট্র্যাফোর্ড টেস্টে তিনদিনেই জয়ের মঞ্চ প্রস্তুতি করে ফেলেছিল ইংল্যান্ড। তাতে বাদ সেধেছে বৃষ্টি। প্রথমে ৩৬৯ রানে অলআউট জো রুটের দল ২ উইকেটে ২২৬ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। জয়ের জন্য ৩৯৯ রানের অসম্ভব লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রবিবার তৃতীয়দিনের শেষ বেলায় ১০ রান তুলতেই ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে সফরকারীরা গুটিয়ে গিয়েছিল ১৯৭ রানে। সোমবার তৃতীয়দিন চা-বিরতির আগে এ রিপোর্ট লেখার সময় বৃষ্টির কারণে খেলা শুরু হয়নি। আজ ম্যাচের শেষদিনেও আবহাওয়ার পূর্বাভাস ভাল নয়। বলতে গেলে ইংলিশদের ম্যাচ ও সিরিজ জয়ের উদ্যাপনে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। যেখানে ঘণ্টা চারেক খেলা হলেই হয়তো জয়টা পেয়ে যাবে স্বাগতিকরা। ১-১এ চলমান সিরিজে ফয়সালার এই টেস্টের গল্পটা কেবলই স্টুয়ার্ট ব্রডের। প্রথম ইনিংসে দশ নম্বরে নেমে ব্যাট হাতে মাত্র ৪২ বলে ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর আগুন বোলিংয়ে শিকার করেছেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে উইন্ডিজের পতন হওয়া দুটি উইকেটও তুলে নিয়েছেন অভিজ্ঞ এ পেসার। ম্যাচে তার শিকার ৮। জেমস এ্যান্ডারসনের পর ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে ৫০০ উইকেটের ল্যান্ডমার্কে পা রাখতে আর মাত্র ১টি উইকেট চাই ব্রডের।
×