ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ২৩:৪৫, ২৮ জুলাই ২০২০

গাজীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে র‌্যাব-১’র সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শূটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১’র স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন। র‌্যাব-১ জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ন্যাশনাল পার্কের ৪নং গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একদল সন্ত্রাসী ডাকাতির উদ্দেশে রবিবার রাতে অবস্থান করছে। খবর পেয়ে র‌্যাব-১’র পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে সেখানে অভিযানে যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ি। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। দু’পক্ষের গুলি বিনিময়ের একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ দু’জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ধামইরহাটে সরকারী কাজে বাধা দেয়ায় গ্রেফতার ৪ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৭ জুলাই ॥ নওগাঁর ধামইরহাটে সরকারী কাজে বাধা ও আলতাদিঘী থেকে মাছ চুরির অভিযোগে ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার আলোচিত আলতাদিঘীতে এ ঘটনা ঘটে। অবশেষে বনবিট কর্মকর্তা ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। জানা গেছে, উপজেলার দাদনপুর মৌজায় অবস্থিত আলতাদিঘী জাতীয় উদ্যানে অবস্থিত সরকারী গেজেট দ্বারা নোটিফিকেশনভুক্ত ‘বিশেষ জীব বৈচিত্র সংরক্ষণ এলাকার’ জলাশয়ে কতিপয় লোকজন বেআইনীভাবে অনুপ্রবেশ করে। গত ২১ জুলাই ভোরে অনুপ্রবেশকারীরা আলতাদিঘীতে নেমে টেঁটা, কোচ (ফার্সা), পাচা (খোঁচা), লাঠিসোটা এবং ধারালো হাসুয়া দ্বারা ৫ থেকে ২০ কেজি ওজনের ৮০টি বড় আকারের রুই, কাতলা, মৃগেল জাতের ৪শ’ কেজি মাছ নিধন করে। এতে সরকারের প্রায় ২ লাখ টাকা ক্ষতি হয়।
×