ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তেঁতুলিয়ায় বইপড়া উৎসবের উদ্বোধন

প্রকাশিত: ১৮:২৪, ২৭ জুলাই ২০২০

তেঁতুলিয়ায় বইপড়া উৎসবের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ করোনাকালীন অবসর সময়কে কার্যকর ও ফলপ্রসু ব্যবহার এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বঙ্গবন্ধু ও স্বাধিকার আন্দোলন সম্পর্কে জ্ঞান অর্জন নিশ্চিত করতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে বই পড়া উৎসবের উদ্বোধন করা হয়েছে। ‘বঙ্গবন্ধুকে পড়, বাংলাদেশকে জানো’ এই শ্লোগানকে সামনে রেখে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার জুম এ্যাপসের মাধ্যমে বই পড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে জুম এ্যাপসের মাধ্যমে অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ও একাডেমিক সুপারভাইজার সাহেব আলীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থীগণ।
×