ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তীব্র স্রোত ॥ পদ্মায় পারাপার ব্যাহত, ঘাটে আটকা ৫ শতাধিক ট্রাক

প্রকাশিত: ১১:১০, ২৭ জুলাই ২০২০

তীব্র স্রোত ॥ পদ্মায় পারাপার ব্যাহত, ঘাটে আটকা ৫ শতাধিক ট্রাক

অনলাইন রিপোর্টার ॥ পদ্মায় পানি বৃদ্ধি ও স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে; কাঁঠালবাড়ি ঘাটে আটকা পড়েছে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক। তবে এ নৌপথ দিয়ে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে মোট ১৭ টি ফেরির মধ্যে বর্তমানে সাতটি ফেরি দিয়ে পরাপার করানো হচ্ছে বলে বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আবদুল আলীম জানান। তিনি বলেন, গত এক মাস আগে থেকেই পদ্মায় নাব্যতা সংঙ্কটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। এর মধ্যেই পদ্মায় অস্বাভাবিক ভাবে পানি বৃদ্ধি পাওয়ায় নদীতে তীব্র স্রোত দেখা দেয়। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সোমবার সকাল থেকে ঘাটে প্রায় তিন শতাধিক ট্রাক পদ্মা পারাপারের অপেক্ষায় রয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে নদীর স্রোত কমার জন্য অপেক্ষা করতে হবে বলে বিআইডব্লিউটিসির কর্মকর্তা আলীম জানান। এদিকে বিআইডব্লিটিএ কাঁঠালবড়ি পরিদর্শক আক্তার হোসেন জানান, নদীতে তীব্র স্রোত থাকলেও ৮৭ টি লঞ্চ ও দুই শতাধিক স্পিডবোট চালু রয়েছে।
×