ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মালয়েশিয়া উপকূলে নৌকাডুবি, ২৪ রোহিঙ্গার মৃত্যুর শঙ্কা

প্রকাশিত: ০০:৩২, ২৭ জুলাই ২০২০

মালয়েশিয়া উপকূলে নৌকাডুবি, ২৪ রোহিঙ্গার মৃত্যুর শঙ্কা

জনকণ্ঠ ডেস্ক ॥ মালয়েশিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশী ২৫ রোহিঙ্গা যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে গেছে। নৌকাডুবির পর জীবিত উদ্ধার করা গেছে মাত্র একজনকে। বাকি ২৪ জনই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মালয়েশিয়ার কোস্টগার্ড কর্তৃপক্ষের বরাতে রবিবার খবরটি জানানো হয়েছে। খবর আলজাজিরার। মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ কেদাদ এ্যান্ড পেররিসের কোস্টগার্ড প্রধান মোহাম্মদ আবদুল্লাহ নৌকাডুবির বিষয়ে জানিয়েছেন, লাংকাওয়ি দ্বীপের উপকূলে সাঁতরানো অবস্থায় নূর হোসাইন নামের ২৭ বছর এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি ছাড়া ওই নৌকায় আরও ২৪ জন ছিলেন। পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই অবৈধ রোহিঙ্গা অভিবাসী (নূর হোসাইন) যে ডুবন্ত নৌকা থেকে লাফ দেন তাতে আরও ২৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কেবল তিনিই সাঁতরিয়ে উপকূলে পৌঁছাতে সক্ষম হন। বাকিদের অবস্থা এখনও জানা যায়নি।
×