ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে স্বাস্থ্যবিধি মানছে না কাতার এয়ারওয়েজ

প্রকাশিত: ০০:৩১, ২৭ জুলাই ২০২০

বাংলাদেশে স্বাস্থ্যবিধি মানছে না কাতার এয়ারওয়েজ

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশে স্বাস্থ্যবিধি মানছে না কাতারের রাষ্ট্র মালিকানাধীন বিমান সংস্থা কাতার এয়ারওয়েজ। করোনা প্রাদুর্ভাবের সময় আকাশপথ স্থবির হয়ে পড়লেও পরবর্তীতে স্বাস্থ্যবিধি অনুসরণের শর্তে ফ্লাইট চালানোর অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। খবর ওয়েবসাইটের। ১৬ জুন থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি পায় কাতার এয়ারওয়েজ। এরপর থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করলেও সামাজিক দূরত্ব, স্যানিটাইজেশন ও স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণ করছে না এয়ারলাইন্সটি। ইতোমধ্যে এয়ারলাইন্সটিকে সতর্ক করে চিঠি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। জানা গেছে, করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর ১৬ জুন থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হয়েছে। করোনাভাইরাসের কারণে কাতারে বাংলাদেশীদের প্রবেশের অনুমতি না থাকায় কাতারের ট্রানজিট হয়ে ইউরোপ আমেরিকার বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চালানোর অনুমতি পায় কাতার এয়ারওয়েজ।
×