ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রতারণার টাকা বিদেশে পাচার করতেন সাহেদ ॥ র‌্যাব

প্রকাশিত: ০০:২৬, ২৭ জুলাই ২০২০

প্রতারণার টাকা বিদেশে পাচার করতেন সাহেদ ॥ র‌্যাব

স্টাফ রিপোর্টার ॥ প্রতারণার টাকা সাহেদ বিদেশে পাচার করতেন বলে জানিয়েছে র‌্যাব। বর্তমানে র‌্যাবের হেফাজতে থাকা সাহেদের কাছ থেকে এমনই তথ্য পেয়েছে এই এলিট ফোর্স। রবিবার সন্ধ্যায় র‌্যাব সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিলাহ। তিনি বলেন, তার অর্থ পাচারের বিষয়ে মানিলন্ডারিং আইনে মামলা দায়েরের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অনুরোধ জানিয়েছি। সিআইডি তার বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহেদ করিম তার প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বিভিন্ন মানুষকে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে টাকা আত্মসাত করেছেন বলেও তথ্য পাওয়া গেছে। তার বক্তব্য, মূলত অর্থ আদায়ের জন্যই তিনি প্রতারণা করেছেন। অর্থাৎ মানুষের অর্থ হাতিয়ে নেয়াই তার আসল উদ্দেশ্য ছিল। তিনি আরও বলেন, সাতক্ষীরার দেবহাটাতে সাহেদ করিমের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় কেন্দ্রীয় কারাগার থেকে র‌্যাব-৬ খুলনায় রিমান্ডে নিয়ে যাওয়া হবে। সেখানে অস্ত্রের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। র‌্যাব বাদী হয়ে সাহেদ করিমের বিরুদ্ধে তিনটি মামলা করেছে। প্রতারণার অভিযোগে প্রথম মামলা দায়ের হয় উত্তরা পশ্চিম থানায়, দ্বিতীয় মামলা (অস্ত্র) সাতক্ষীরার দেবহাটাতে, তৃতীয় মামলা জাল নোট উদ্ধারের বিষয়ে উত্তরা পশ্চিম থানায় করা হয়। তিনটি মামলা তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক র‌্যাব অনুমতি পেয়েছে। অনুসন্ধান শুরু হয়েছে। উল্লেখ্য, করোনায় প্রতারণার দায়ে গত ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারের পর সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর দ্বিতীয় দফায় রবিবার তাকে ফের ২৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
×