ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সফিউদ্দিন স্কুল এ্যান্ড কলেজে দুই মাসের বেতন মওকুফ

প্রকাশিত: ২২:৩৭, ২৭ জুলাই ২০২০

সফিউদ্দিন স্কুল এ্যান্ড কলেজে দুই মাসের বেতন মওকুফ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৬ জুলাই ॥ করোনা মহামারীর কারণে দুই মাসের বেতন ও আনুষাঙ্গিক ফি মওকুফ করেছে সফিউদ্দিন সরকার স্কুল এ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। এই প্রতিষ্ঠানটিতে স্কুল কলেজ শাখা মিলিয়ে প্রায় ৮ হাজার ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। অধ্যক্ষ মনিরুজ্জামান জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী গবর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক করোনার মহামারীর মানবিক কারণে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুই মাসের বেতন ও আনুষঙ্গিক ফি মওকুফ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রতিষ্ঠানটিতে দুই শতাধিক শিক্ষক ও কর্মচারী রয়েছেন। করোনা সময়ে বন্ধ থাকা স্কুল এ্যান্ড কলেজের শিক্ষকগণ অনলাইনে আলাদাভাবে লাইভ ক্লাস চালিয়ে নিচ্ছেন।
×