ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে চিকিৎসা

প্রকাশিত: ২২:৩৬, ২৭ জুলাই ২০২০

বিনামূল্যে চিকিৎসা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীতে সেনাবাহিনীর বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়। রবিবার বেলা ১১টা থেকে জেলা শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন চত্ব¡রে সেনাবাহিনীর ৪৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাসমত উল্লাহ খানের নেতৃত্বে চিকিৎসা সেবা প্রদান করেন সিএমএইচ, বিইউএসএমএসের শিশু রোগ বিশেষজ্ঞ লেঃ কর্নেল আফরোজা আখতার, স্ত্রী রোগ ও ধাত্রী বিদ্যা বিশেষজ্ঞ লেঃ কর্নেল মেহেরিন মজিদ, চিকিৎসা কর্মকর্তা ক্যাপ্টেন দিলরুবা ইয়াছমিন। ক্যাম্পে সদর উপজেলার ২৮৭ জন গর্ভবতী মা, নারী এবং শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ব্যবস্থাপত্র এবং ওষুধ প্রদান করা হয়।
×