ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আত্রাইয়ে পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু

প্রকাশিত: ২২:৩৬, ২৭ জুলাই ২০২০

আত্রাইয়ে পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৬ জুলাই ॥ আত্রাইয়ে পানিতে ডুবে হালিমা ও হাবিবা (২) নামে দুই যমজ বোনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের শুঁটকিগাছা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত দুই বোন ওই গ্রামের মোতাহার হোসেনের মেয়ে। জানা গেছে, ওই দিন সন্ধ্যায় যমজ দুই বোন বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এ সময় তারা দুই বোন সবার অজান্তে বাড়ির নিচে জলাবদ্ধ বন্যার পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায় ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করে। রাজশাহীতে ভাইবোন স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, বাগমারায় বন্যার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে পা পিছলে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়। এরা হলো উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভাতঘরপাড়া গ্রামের ইউনুছ আলীর মেয়ে হিরা খাতুন (১৬) ও তার ভাই ইউরান হোসেন (৮)। হিরা স্থানীয় কছির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী এবং ইউরান প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। দু’জনের কেউই সাঁতার জানত না। বাগমারার যোগীপাড়া ইউনিয়নের ভাতঘরপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত ভাইবোনের স্বজনরা জানান, বন্যার পানি বাড়ার কারণে ইউনিয়নের অনেক এলাকা ডুবে গেছে। এর মধ্যে ভাতঘরপাড়া একটি। এই গ্রামের সব রাস্তাঘাট ডুবে গেছে। রবিবার বেলা আড়াইটার দিকে দুই ভাইবোন হিরা খাতুন ও ইউরান হোসেন রাস্তার হাঁটুপানি দিয়ে হেঁটে গ্রামের এক পরিচিত ব্যক্তির বাড়িতে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর পা ফসকে রাস্তার নিচে পানিতে পড়ে যায় ইউরান হোসেন। তাকে উদ্ধার করতে পানিতে নেমে পড়ে হিরা খাতুন। দু’জনেই পানিতে ডুবে মারা যায়। দৌলতখান নিজস্ব সংবাদদাতা, ভোলা থেকে জানান, ভোলার দৌলতখান উপজেলায় পুকুরের পানিতে ডুবে মিহি নামের এক বছরের এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিদার উল্লাহ্ গ্রামের জামাল মেম্বার বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানান, সকালে শিশু মিহির মা মরিয়ম ঘরের কাজ করছিল। এ সময় মিহি ঘর থেকে বের হয়ে সকলের অগোচরে ঘরের পাশের পুকুরের পানিতে পরে ডুবে যায়। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া মিহি ওই ইউনিয়নের একই ওয়ার্ডের আরশাদুল ইসলামের মেয়ে। কুড়িগ্রামে শিশু স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, নাগেশ্বরী উপজেলায় বন্যার পানিতে ডুবে আবু হানিফ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার কচাকাটা ইউনিয়নের কুলামুয়া কালাইরচর গ্রামের জহুরুল ইসলামের ছেলে। এ নিয়ে পানিতে ডুবে জেলায় শিশু মৃত্যুর সংখ্যা ১৭ জনে দাঁড়াল। রবিবার দুপুরে উপজেলার নারায়নপুর ইউনিয়নের কুলামুয়া কালাইরচর গ্রামের বাড়ির পার্শ্ববর্তী এলাকায় থেকে বন্যার পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সাভারে বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, বন্যার পানিতে ডুবে শামসুজ্জামান সেন্টু (৫৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার সকালে সাভার মডেল থানাধীন ভাকুর্তার মোগড়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। শামসুজ্জামান সেন্টু রাজধানীর মিরপুরের বাগবাড়ী এলাকার মৃত হাসেম বেপারীর ছেলে। জানা গেছে, এদিন সকাল সাড়ে নয়টার দিকে তার জমি দেখাশোনা করতে যান সেন্টু। এ সময় দুর্ঘটনাবশত পা পিছলে ওই এলাকায় রনি ব্রিক নামে একটি ইটভাঁটির পাশে বন্যার পানিতে পড়ে যান তিনি।
×