ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৈয়দপুরে ৫৬ টন পলিথিন জব্দ

প্রকাশিত: ২২:৩৫, ২৭ জুলাই ২০২০

সৈয়দপুরে ৫৬ টন পলিথিন জব্দ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর উপজেলায় নিষিদ্ধ সাড়ে ৫৬ টন পলিথিন জব্দ করা হয়েছে। রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগ (এনএসআই) নীলফামারী জেলা এবং র্যা ব-১৩ নীলফামারী সিপিসি-২ যৌথভাবে অভিযানকালে পলিথিন ব্যবসায়ী সাবদারের তিনটি গোডাউন থেকে সাড়ে ২৫ টন ও আব্দুর রশীদের গোডাউন থেকে ৩০ টন এবং ইমরানের দোকান থেকে এক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিবেশের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ এবং বাজারজাত করার দায়ে পলিথিন ব্যবসায়ী সাবদার, আব্দুর রশীদ ও ইমরানের এক লাখ টাকা করে তিন লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান ও জায়ইদ ইমরুল মোজাক্কীন। এ সময় উপস্থিত ছিলেন র্যা ব-১৩, নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ইমরান খান।
×