ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে তুহিন হত্যার বিচার দাবি

প্রকাশিত: ২২:৩৪, ২৭ জুলাই ২০২০

গোপালগঞ্জে তুহিন হত্যার বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৬ জুলাই ॥ গোপালগঞ্জে তুহিন মোল্যা হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন গোবরা ইউনিয়নের বাসিন্দারা। মানববন্ধনে তারা উপযুক্ত বিচার দাবি জানিয়ে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে। তুহিনের পরিবারসহ পাঁচ শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়নের চেয়ারম্যান সফিকুর রহমান (টুটুল) ও জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শরীফুল আলম রনি। তুহিন হত্যার প্রতিবাদ জানিয়ে বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, গত ৩ জুলাই গোপালগঞ্জে মসজিদ কমিটি গঠনের দ্বন্দ্বের জেরে সদর উপজেলার চর-বয়রা গ্রামে তুহিন মোল্যাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহতের বড় ভাই আরেফিন মোল্যা বাদী হয়ে ১৬ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা-মামলা দায়ের করেন।
×