ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জেনোয়াকে হারিয়ে দুইয়ে উঠল ইন্টার

প্রকাশিত: ২২:২৯, ২৭ জুলাই ২০২০

জেনোয়াকে হারিয়ে দুইয়ে উঠল ইন্টার

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে বড় জয় পেয়েছে ইন্টার মিলান। শনিবার তারা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে জেনোয়াকে। সেইসঙ্গে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মিলান। ৩৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহে এখন ৭৬ পয়েন্ট। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচ থেকে ৭৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেছে আটালান্টা। শীর্ষে যথারীতি জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে ৮০ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করে মাউরিসিও সারির দল। শুধু তাই নয়, রবিবার রাতে সাম্পদোরিয়ার বিপক্ষে জিতে গেলে ইতোমধ্যে লীগ শিরোপা জয়ের উৎসবও করে ফেলেছে রোনাল্ডো-দিবালারা। চলতি মৌসুমে ইন্টার মিলানের পারফর্মেন্স বেশ ভালই ছিল। এক সময়ে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নও দেখছিল তারা। কিন্তু রোমা আর ফিওরেন্টিনার সঙ্গে পরপর ড্রয়ের পরই শিরোপা জয়ের আশা ত্যাগ করতে হয় ইন্টার মিলানের কোচ এ্যান্টনিও কন্টের। উত্তর পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরীতে অনুষ্ঠিত ম্যাচের ৩৪ মিনিটে ক্রিস্টিয়ানো ব্রাগিসের ক্রসে লক্ষ্য ভেদ করে ইন্টারকে প্রথম এগিয়ে দেন লুকাকু। ম্যাচের ইনজুরি সময়ে একক প্রচেষ্টায় আরও এক গোল আদায় করে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরোয়ার্ড। ২৭ বছর বয়সী এই বেলজিয়ান এই মৌসুমে লীগে মোট ২৩ গোল করলেন । আর সবধরনের প্রতিযোগিতায় তার গোল সংখ্যা ২৯। ইউনাইটেড থেকে ধারে আসা এ্যালেক্সিস সানচেজ ম্যাচের ৮ মিনিট বাকি থাকতে করেন একটি গোল। ভিক্টর মসেসের ক্রস থেকে বল পেয়ে লীগে নিজের চতুর্থ গোলটি করেন এই চিলিয়ান তারকা। এর আগে শুক্রবার সিরি’এ লীগে এসি মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আটালান্টা। আগামী সপ্তাহে লীগে নিজেদের শেষ ম্যাচে বার্গামোর মোকাবেলা করবে ইন্টার মিলান। ম্যাচশেষে লীগ টেবিলের ২য় অবস্থানে উঠে আসার ব্যাপারে ইন্টার মিলানের কোচ কন্টে বলেন, ‘সমস্যা হচ্ছে একটি গ্লাসকে আপনি কিভাবে দেখেন। অর্ধেক ভরা, নাকি অর্ধেক খালি। আমরা লীগের এই শিরোপাটি আর জয় করতে পারছি না। তাই চেষ্টা করতে হবে যতটা উচ্চতায় থেকে লীগ শেষ করা যায়।’ ম্যাচ শেষ হওয়ার পর মেসির বিষয়েও মুখ খুলতে হয় কন্টেকে। স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনা ছেড়ে রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ডের ইন্টারে নাম লেখানোর জল্পনা-কল্পনা প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘আমরা ফ্যান্টাসি (কল্পনাপ্রসূত) ফুটবল নিয়ে কথা বলছি। বিভিন্ন কারণে ইন্টারের পক্ষে এমন কিছুর দিকে এগোনো সম্ভব না। আমি মনে করি না পৃথিবীতে এমন কোন পাগল আছে যে মেসিকে চায় না।
×