ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাকিব ফিরেই সেঞ্চুরি-পাঁচ উইকেট পাবে ॥ শ্রীশান্ত

প্রকাশিত: ২২:২৭, ২৭ জুলাই ২০২০

সাকিব ফিরেই সেঞ্চুরি-পাঁচ উইকেট পাবে ॥ শ্রীশান্ত

স্পোর্টস রিপোর্টার ॥ নিষিদ্ধ হওয়ার এক বছরের শাস্তি কাটিয়ে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানের মাঠে ফিরতে আর তিন মাস বাকি আছে। এ বছর ২৯ অক্টোবর থেকেই মুক্ত হয়ে যাবেন সাকিব। এরপর আবার ক্রিকেট খেলতে পারবেন। সাকিব আবার খেলতে নামলেই প্রথম ম্যাচেই সেঞ্চুরি করবেন ও পাঁচ উইকেট শিকার করবেন বলেই বিশ্বাস করেন ভারতের পেসার শান্তাকুমারন শ্রীশান্ত। শ্রীশান্ত মনে করছেন, ‘সাকিব ফিরেই সেঞ্চুরি-পাঁচ উইকেট পাবে।’ এক লাইভে শ্রীশান্ত আরও বলেন, ‘সাকিব একজন কিংবদন্তি। সে নিজেকে প্রমাণ করেছে। আমি কেরলের ছেলে। কেরলের হয়ে স্টেটে আমি যত ম্যাচ খেলেছি, সবই নিজেকে প্রমাণের চেষ্টা করেছি। বাংলাদেশ ক্রিকেটের এই পর্যায়ে আসতে সময় লেগেছে, কষ্ট হয়েছে। আমি তাকে শুভকামনা জানাই।’ সঙ্গে যোগ করেন, ‘যখন সে (সাকিব) খেলায় ফিরবে, আমি একদম প্রথম ম্যাচেই তার কাছে সেঞ্চুরি চাইব এবং পাঁচ উইকেট চাইব। আমি খুব আত্মবিশ্বাসী যে, সে এমনটাই করবে। ফর্ম হয়ত সাময়িক। কিন্তু ক্লাস জিনিসটা সবসময় থাকে। খারাপ সময় মানুষকে ভাল করার প্রেরণা জোগায়। তার প্রতি শুভকামনা রইল।’ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) একটি ম্যাচে ২০১৩ সালে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অভিযোগে ভারত ক্রিকেট বোর্ড সারা জীবনের মতো ক্রিকেট থেকে নির্বাসিত ঘোষণা করেছিল শ্রীশান্তকে। পরে আদালতের নির্দেশে এই অভিযোগ থেকে অব্যাহতি পান শ্রীশান্ত। ভারতের জাতীয় দলের হয়ে পুনরায় খেলার ইচ্ছা প্রকাশ করেছেন ৩৭ বছর বয়সী এই পেসার। তিনি সাকিবকে নিয়ে আরও বলেন, ‘তার (সাকিবের) ভক্তদের আমি বলতে পারি, সে বাংলাদেশ ক্রিকেটকে পরের ধাপে নিয়ে গেছে। আমি তার পাশে আছি। কেননা এমন অবস্থায় ৬-৭ বছর আমিও কাটিয়েছি।’ জুয়াড়ির কাছ থেকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়ে তা না করলেও আইসিসির দুর্নীতি দমন বিভাগকে জানাননি সাকিব। তাতেই অপরাধ করেছেন। আর তাই গত বছরের ২৯ অক্টোবর এক বছরের জন্য নিষিদ্ধ হওয়ার শাস্তি পান সাকিব। আইসিসি এ শাস্তি দেয়। এক বছর ক্রিকেট থেকে দূরে থাকার শাস্তি পান সাকিব। এরই মধ্যে ৯ মাস হয়ে গেছে। আছে আর তিন মাস। এরপর ক্রিকেট খেলতে পারবেন সাকিব। এজন্য আগস্টেই তিনি ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করে দেবেন। ইংল্যান্ডে অনুশীলন শুরু করার কথা রয়েছে সাকিবের। নিজেকে ফিট করে তুলতে চান। দীর্ঘ সময় ধরে ক্রিকেটের বাইরে আছেন। আবার যখন ফিরবেন, তখন যেন পুরো ফিট থেকেই ফিরতে পারেন, এজন্য ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করে দেবেন। কারণ, আইসিসির দেয়া বিধিনিষেধ অনুযায়ী আইসিসির কোন সদস্য, সহযোগী সদস্য দেশের বোর্ডের তত্ত্বাবধানে থাকা কোন মাঠ ব্যবহার করতে পারবেন না সাকিব। তাই ব্যক্তিগতভাবে তিন মাস আগেই নিজেকে ক্রিকেটের জন্য আবার প্রস্তুত করতে অনুশীলনে নেমে পড়বেন। অনুশীলন শুরু করার বিষয়ে সাকিব নিজেই ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, ‘আগামী মাস থেকেই আমার অনুশীলনে ফেরার কথা। তিন মাস সময় পাব নিজেকে ভাল মতো প্রস্তুত করার জন্য। আমি এত দিন কিছু করিনি। এই তিন মাসই যথেষ্ট, নিজেকে ক্রিকেটের জন্য আদর্শ গড়নে নিয়ে যাওয়ার জন্য। আপাতত এটাই পরিকল্পনা। আগামী দুই সপ্তাহ মেয়েদের দেখাশোনা করেই কাটবে, পরিবারের সঙ্গে কাটাব। এরপর আমি ক্রিকেটে মনোযোগ দেব।’ সাকিব নিজের ভুল বুঝতে পেরেছেন। আর ভুল না করার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন। আবার তার ভুল থেকে বাকিদের শিক্ষা নিতেও বলেছেন। সাকিব জানিয়েছেন, ‘এটা অন্য যে কারও সঙ্গে হতে পারত এবং আমি তার কাছ থেকে শিখতে পারতাম। কিন্তু এটা আমার সঙ্গে হয়েছে এবং এখন সবাই আমার কাছ থেকে শিখতে পারে। এমন ভুল আমার মতো ক্রিকেটারের করা উচিত নয়। এটার জন্য আমি ক্ষমা চেয়েছি। আমি সামনে এগিয়ে যেতে চাই। আমি চাই সবাই আমার ভুল থেকে শিক্ষা নিক এবং এমন ভুল না করুক।’ সঙ্গে যোগ করেন, ‘অবশ্যই আমি চেষ্টা করব, আমার ভুলের সংখ্যা কমিয়ে আনার।’ সাকিব নিজের ভুল বুঝতে পেরে নিজেকে পুরোপুরি শুধরে নিয়েছেন। এখন দীর্ঘ সময় মাঠের খেলায় না থাকলেও ফিরতেই যেন শ্রীশান্তের বিশ্বাস রাখেন, প্রথম ম্যাচেই সেঞ্চুরি ও পাঁচ উইকেট শিকার করে নেন; তা ক্রিকেট প্রেমীদেরও চাওয়া।
×