ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় দলের ক্যাম্পে ফিনল্যান্ড প্রবাসী তারিক

প্রকাশিত: ২২:২৬, ২৭ জুলাই ২০২০

জাতীয় দলের ক্যাম্পে ফিনল্যান্ড প্রবাসী তারিক

জাহিদুল আলম জয় ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের নতুন চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হয়ে অভিষেকেই চমক দেখান মিডফিল্ডার তারিক রায়হান কাজী। পায়ের কারিশমা দেখিয়ে দ্রুতই ফিনল্যান্ড প্রবাসী এই তরুণ সবার দৃষ্টি কাড়তে সক্ষম হন। এরপর থেকেই আলোচনা ছিল তুঙ্গে, যে কোন মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলে জায়গা পেতে পারেন তিনি। অবশেষে সেই স্বপ্নপূরণের খুব কাছাকাছি চলে এসেছেন তারিক কাজী। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ক্যাম্পের জন্য ৩৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রবিবার ঘোষিত দলে ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী ছাড়াও প্রাথমিক দলে ঠাঁই পেয়েছেন আরও তিনজন নতুন মুখ। এই দলে সর্বশেষ ওমানের বিরুদ্ধে খেলা ম্যাচের ২৩ জনকেই রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে ২৫ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পাবেন প্রবাসী তারিক। বসুন্ধরায় নাম লেখানোর আগে তিনি ফিনল্যান্ড অনুর্ধ-১৯ দলের হয়েও মাঠ মাতিয়েছেন। এখন প্রাথমিক ক্যাম্প থেকে চূড়ান্ত দলে জায়গা হলে জামাল ভুঁইয়ার মতো আরেকজন প্রবাসী ফুটবলার মাঠ মাতাবেন লাল-সবুজের জার্সি গায়ে। ইতোমধ্যেই ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়া বাংলাদেশ দলে নিজের স্থান পাকাপোক্ত করেছেন। শুধু তাই নয়, তারকা এই মিডফিল্ডার এখন বাংলাদেশ দলের যোগ্য অধিনায়কও। ফুটবল বিশেষজ্ঞদের মতে তারিক কাজী নামের প্রতি সুবিচার করতে পারলে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আরও ব্যালেন্সড হবে। ডাক পাওয়া বাকি তিন নতুন মুখ হলো- পেশাদার লীগে বাংলাদেশ পুলিশ এফসির হয়ে খেলা মিডফিল্ডার নাজমুল হোসেন ও ফরোয়ার্ড এমএস বাবলু এবং উত্তর বারিধারার ফরোয়ার্ড সুমন রেজা। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন বসুন্ধরা কিংসের দুই মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ, মাশুক মিয়া জনি এবং শেখ রাসেলের ফরোয়ার্ড মোহাম্মদ আব্দুল্লাহ। ৩৬ জনের প্রাথমিক দলে সর্বোচ্চ ১৪ জন বসুন্ধরা কিংসের, ৭ জন করে ঢাকা আবাহনী ও সাইফ স্পোর্টিংয়ের, ৩ জন চট্টগ্রাম আবাহনীর, ২ জন করে বাংলাদেশ পুলিশ ও শেখ রাসেল ক্রীড়াচক্রের এবং একজন উত্তর বারিধারা ক্লাবের। অবাক করা বিষয় হচ্ছে লম্বা বহরে নেই ঢাকা মোহামেডান, শেখ জামাল ধানমন্ডি, মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাদার্স ইউনিয়ন কিংবা আরামবাগ ক্রীড়া সংঘের কোন ফুটবলার। ঘাতক করোনাভাইরাসের থাবায় স্থগিত হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের খেলা। অবশেষে আগামী অক্টোবর মাসে ফের শুরু হতে যাচ্ছে খেলা। বাছাইপর্বের এ যজ্ঞ সামনে রেখেই দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এখন প্রাথমিক দলে জায়গা পাওয়া ফুটবলারদের নিয়ে আগস্টের প্রথম সপ্তাহে গাজীপুরের সারাহ রিসোর্টে শুরু হবে বাংলাদেশ দলের ক্যাম্প। ফের শুরু হওয়া বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আফগানদের কাছে ১-০ গোলে হেরে বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড শুরু করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ‘ই’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ কাতার, ওমান, ভারত ও আফগানিস্তান। বাংলাদেশ ইতোমধ্যে ৮ ম্যাচের চারটি খেলেছে। বাকি ৪ ম্যাচের দুটি অক্টোবরে ও দুটি হবে নবেম্বরে। নতুন সূচী অনুযায়ী বাংলাদেশ আগামী ৮ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলবে সিলেটে। এরপর ১৩ অক্টোবর দোহায় খেলবে স্বাগতিক কাতারের বিরুদ্ধে ফিরতি ম্যাচ। বাংলাদেশ শেষ দুটি ম্যাচ খেলবে নবেম্বরে ভারত ও ওমানের বিরুদ্ধে। দল ঘোষণার পর ভিডিও বার্তায় জাতীয় দলের কোচ জেমি ডে বলেন, আগস্ট থেকে যে আইসোলেশন ক্যাম্প শুরু হচ্ছে তারই প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। বিদেশী কোচ-স্টাফরাও মধ্য আগস্টের মধ্যে চলে আসবে। আমি খুশি যে কিছু নতুন প্লেয়ার যোগ করতে পেরেছি। আমি অপেক্ষায় আছি তাদের দেখার জন্য। সবার সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে আছি। আশা করছি পুরনো আর নতুনদের নিয়ে আমাদের দলটা বেশ ভাল হবে। এখন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে আমাদের। প্রাথমিক স্কোয়াড থেকে একমাসের মধ্যে ২৫ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন কোচ। বিষয়টি জানিয়ে ন্যাশনাল টিমস কমিটির কো-চেয়ারম্যান তাবিথ আউয়াল বলেন, আমরা বিশ্বকাপ বাছাইয়ের আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলতে পারি। ক্যাম্পে ডাক পাওয়া ৩৬ ফুটবলার গোলরক্ষক : আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকু, শহিদুল আলম সোহেল ও পাপ্পু হোসেন। ডিফেন্ডার : তপু বর্মন, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, তারিক রায়হান কাজী ও মনজুরুর রহমান মানিক। মিডফিল্ডার : আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, আরিফুর রহমান, রিয়াদুল হাসান, জামাল ভুঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন ও নাজমুল ইসলাম রাসেল। ফরোয়ার্ড : মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, সাদউদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, মোঃ আবদুল্লাহ, ম্যাথিউজ বাবলু ও সুমন রেজা।
×