ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পশুর হাট

সারাদেশে ১২১৩ ভেটেরিনারি মেডিক্যাল টিম

প্রকাশিত: ২১:৫৪, ২৭ জুলাই ২০২০

সারাদেশে ১২১৩ ভেটেরিনারি মেডিক্যাল টিম

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে সারাদেশের পশুর হাটের জন্য ১ হাজার ২শ’ ১৩টি ভেটেরিনারি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এছাড়াও কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিক্যাল সেবা কার্যক্রম পরিচালনার লক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন হাটের জন্য ১৮ ভেটেরিনারি মেডিক্যাল টিম ও একটি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিক্যাল টিম গঠন করেছে প্রাণিসম্পদ অধিদফতর। হাটে ভেটেরিনারি মেডিক্যাল টিমের কার্যক্রমসহ অন্য বিষয় তদারকির জন্য আটটি মনিটরিং টিম গঠন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। রবিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে, জনসংযোগ কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেইন।
×