ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘ভারত ভুটান ও চীনা নাগরিকদের কাছে নওগাঁর গুরুত্ব রয়েছে’

প্রকাশিত: ২১:৩৭, ২৭ জুলাই ২০২০

‘ভারত ভুটান ও চীনা নাগরিকদের কাছে নওগাঁর গুরুত্ব রয়েছে’

স্টাফ রিপোর্টার ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মূল্যবোধ, আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি পর্যটনকে বিকশিত করার মূলমন্ত্র। এই বিষয়গুলো সব সময় আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। স্থানীয উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ ও পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষে আজ বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক নওগাঁ জেলার সঙ্গে আয়োাজিত অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিভিন্ন ধর্মের ও সময়ের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক যে সকল স্থাপনা রয়েছে তা আমাদের অন্যতম পর্যটন আকর্ষণ। নওগাঁ জেলায় অবস্থিত বৌদ্ধ ধর্মের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাসমূহের গুরুত্বকে কাজে লাগিয়ে ভারত, ভুটান ও চীনের নাগরিকদের জন্য জায়গাটিকে গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্যে রূপান্তরের সুযোগ রয়েছে। এটাকে আমাদের অর্থবহ ও কার্যকরী পর্যটন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
×