ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় জোবায়ের হত্যার রহস্য উদঘাটন ॥ গ্রেফতার দুই

প্রকাশিত: ১৯:৫৬, ২৭ জুলাই ২০২০

কুমিল্লায় জোবায়ের হত্যার রহস্য উদঘাটন ॥ গ্রেফতার দুই

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৬ জুলাই ॥ প্রায় দুই মাস পর ক্লু-লেস চাঞ্চল্যকর জোবায়ের হত্যার রহস্য উদঘাটন করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় ইকবাল হোসেন ও নূর আলম নামের দুই যুবককে গ্রেফতার করে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যে সুমন আহমেদ জোবায়েরকে হত্যা করেছে বলে পুলিশকে জানিয়েছে। এদের মধ্যে ইকবাল হোসেন ছিনতাইসহ হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই পরিমল চন্দ্র দাস রবিবার জানান, গত ২৯ মে রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোতোয়ালি থানার আলেখারচর এলাকা থেকে অজ্ঞাতনামা হিসেবে সিলেটের দৌয়ারা বাজার থানার কাঞ্চনপুর গ্রামের তাজির উদ্দিনের ছেলে কুমিল্লার স্থানীয় একটি হোটেলের কর্মচারী সুমন আহমেদ ওরফে জোবায়ের (৩২) লাশ উদ্ধার করে পুলিশ। ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহয়তায় ২৫ জুলাই নগরীর ধর্মপুর ও আশ্রাফপুর এলাকায় অভিযান চালিয়ে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই উত্তরপাড়া গ্রামের মৃত আবু জাহেরের ছেলে ইকবাল হোসেন (১৮), দেবিদ্বার উপজেলার মাসিকরা গ্রামের খোরশেদ আলমের ছেলে নূর আলম (১৮) কে গ্রেফতার করে এবং ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে।
×