ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কচুয়ায় সেলাই মেশিন ও ইস্ত্রি বিতরণ

প্রকাশিত: ১৫:০৩, ২৬ জুলাই ২০২০

কচুয়ায় সেলাই মেশিন ও ইস্ত্রি বিতরণ

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর ॥ বৈশ্বিক পরিস্থিতিতে কচুয়ায় বিকল্প আয়ের কর্ম সহায়তায় নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে সেলাই মেশিন ও ইস্ত্রি বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিকল্প আয়বর্ধনমূলক উপকরণ হিসেবে ৩০ জন মৎস্যজীবিকে সেলাই মেশিন ও ৩০ জনের মাঝে ইস্ত্রি বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম। তাছাড়া একই দিনে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় প্রজাতীর রুই, কাতল, মৃগেল মাছের পোনা অবমূক্ত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: মাসুদুল হাছান, সহকারি মৎস্য কর্মকর্তা মো: জহিরুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব উল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আশেকুর রহমান, আইসিটি কর্মকর্তা মো: মোশারফ হোসেন প্রমূখ। প্রমূখ। ছবি: কচুয়ায় নিবন্ধিত মৎস্যজীবিদের মাঝে সেলাই মেশিন বিতরনের একাংশ
×