ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাইস কুকারে পিস্তল

প্রকাশিত: ০০:৫০, ২৬ জুলাই ২০২০

রাইস কুকারে পিস্তল

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ রাইস কুকারের ভেতর থেকে দুটি বিদেশী পিস্তল, সাত রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল ও একটি বার্মিজ চাকু উদ্ধার করেছে যশোর কোতোয়ালি পুলিশ। এ ঘটনায় দুই ছেলে ও তাদের বাবাকে আটক করা হয়েছে। যশোর শহরের পাগলাদহ এলাকা থেকে শনিবার ভোরে অস্ত্র-গুলি উদ্ধার ও তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন পাগলাদহ এলাকার হাসান মোল্লা (৫৮) এবং তার দুই ছেলে মহিদুল ইসলাম মুন্না (৩৪) ও মোঃ জিন্নাহ (৩০)। শনিবার দুুপুর পুলিশ সুপারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য দেন পুলিশ সুপার আশরাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার ও গোলাম রব্বানি। ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পুলিশের একটি দল পাগলাদহ এলাকার হাসান মোল্লার বাড়িতে অভিযান চালায়। দুই ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২৫ জুলাই ॥ উপজেলার নাজিরহাট পৌরসভার দৌলতপুর এলাকায় শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ২ ডাকাতকে গ্রেফতার করেছে। ধৃত ডাকাতরা হচ্ছে- আরিফুল ইসলাম (৪০) পিতা মনছুর আহাম্মদ সাং পূর্ব ফরহাদাবাদ গুল মোহাম্মদ তালুকদারবাড়ি এবং অপরজন এনাম বাদশা (৪৫) পিতা জহুরুল ইসলাম সাং নাজিরহাট দায়েম মিয়াজীরবাড়ি, নাজিরহাট পৌরসভা। পুলিশ জানায়, আরিফুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি এবং ডাকাতি মামলায় একটিসহ মোট ২টি মামলা আদালতে চলমান রয়েছে। ফটিকছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
×