ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গরুর অপেক্ষায় স্পেশাল ট্রেন ॥ সাড়া নেই খামারিদের

প্রকাশিত: ০০:৫০, ২৬ জুলাই ২০২০

গরুর অপেক্ষায় স্পেশাল ট্রেন ॥ সাড়া নেই খামারিদের

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ স্পেশাল ট্রেন চলাচলের সব প্রস্তুতি শেষ হলেও পরিবহনের জন্য গরু পাচ্ছে না রেলওয়ে কর্তৃপক্ষ। রেলমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেনে করে ঢাকা ও চট্টগ্রামে কোরবানির পশু যাওয়ার কথা। কিন্তু উপযুক্ত ওয়াগন না থাকায় খামারিরা সাড়া দিচ্ছেন না। ফলে গরুর জন্য স্পেশাল ট্রেন আদৌ চালু হবে কি না-তা নিয়েই এখনও কাটেনি অনিশ্চয়তা। করোনা পরিস্থিতিতে এবার ঈদ-উল-আজহা উপলক্ষে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুরোধে ট্রেনে করে কোরবানির পশু পরিবহনের সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয়। গত ৭ জুলাই এমন সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন রেলমন্ত্রী। কিন্তু পশু পরিবহনের জন্য বিশেষায়িত কোন ওয়াগনই নেই বাংলাদেশে। বাঁশখালীতে যুবলীগ কর্মী হত্যার আসামিরা বেপরোয়া নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২৫ জুলাই ॥ উপজেলার দক্ষিণ সাধনপুর আওয়ামী লীগ কর্মী জহির আহমদকে (৪২) খুনের আসামি ও অর্থ যোগানদাতারা এলাকায় পুলিশকে ফাঁকি দিয়ে আত্মগোপন থেকে নিহতের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া এ ঘটনায় সম্পৃক্ত এজাহারভুক্ত চার আসামি বর্তমানে জেলহাজতে থাকলেও অন্য আসামিরা বেপরোয়া হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে প্রকাশ্যে এলাকায় পুনরায় এই সিন্ডিকেটের কর্মকা- অব্যাহত রেখেছে। শনিবার নিহতের স্ত্রী মামলার বাদী নুর আয়েশা বলেন, মামলা দায়ের করা পর হতে আসামি ও প্রভাবশালী ব্যক্তিরা মামলাকে ভিন্ন খাতে নেয়ার পাঁয়তারা শুরু করেছে। মামলা তুলে নিতে আমাকে ও আমার পরিবারের সদস্যদের আসামিরা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে আসছে।
×