ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সয়দাবাদ ইউপি চেয়ারম্যানের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

প্রকাশিত: ০০:৫০, ২৬ জুলাই ২০২০

সয়দাবাদ ইউপি চেয়ারম্যানের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবীদুল ইসলাম অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে কোটিপতি বনে যাওয়ায় দুর্নীতি তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যে সরেজমিন পরিদর্শন করে নবীদুলের সম্পদ অনুসন্ধান ও কয়েক দফা শুনানি শেষ হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ,বি,এম রওশন কবীর। তিনি জানান, বাসের হেলপার থেকে কোটিপতি হওয়া ইউপি চেয়ারম্যান নবীদুল ইসলামের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুদকে একটি অভিযোগ করা হয়েছিল। দুদক প্রধান কার্যালয়, ঢাকা থেকে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জেলা প্রশাসক সিরাজগঞ্জ বরাবর জুলাই মাসের প্রথম দিকে একটি চিঠি দেয়া হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসক এই অভিযোগটি তদন্তের জন্য তাকে দায়িত্ব দিয়েছেন। ইতোমধ্যে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনসহ অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের দু’দফা শুনানি করা হয়েছে। নির্বাচন অফিসে তার দেয়া হলফনামা ও রিটার্নে উল্লেখ করা সম্পদের সঙ্গে বর্তমান সম্পদ মিলিয়ে দেখা হবে। অতি শীঘ্রই তদন্ত প্রতিবেদন তৈরি করে জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, চলতি বছরের ২২ জানুয়ারি সিরাজগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত গণশুনানিতে ইউপি চেয়ারম্যান নবীদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, এক সময় বাসের হেলপারি করা নবীদুল ইসলাম প্রথমে সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি মুলিবাড়ি গ্রামে ৫তলা ও দ্বিতল দুটি বাড়ি করেন। ঢাকায় ৫টি ফ্ল্যাট কেনেন। এছাড়াও তার নিজস্ব ২০টি ট্রাক, মাইক্রোবাসসহ কোটি টাকার সম্পত্তি রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার, নিরীহ মানুষকে মামলা- মোকদ্দমার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া ছাড়াও মাদকসহ এলাকার সকল অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
×