ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগেরহাটে বাঁধ ভেঙ্গে লোকালয় প্লাবিত ॥ দুর্ভোগ

প্রকাশিত: ০০:৪৮, ২৬ জুলাই ২০২০

বাগেরহাটে বাঁধ ভেঙ্গে লোকালয় প্লাবিত ॥ দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে গ্রাম রক্ষা বাঁধ ভেঙ্গে কেশবপুর গ্রামের ঘরবাড়িসহ লোকালয় প্লাবিত হয়েছে। ভৈরব নদীর জোয়ারের পানির চাপে শুক্রবার রাতে ও শনিবার দুপুরে দুই দফায় এ ভাঙ্গনের ফলে ভেসে গেছে শতাধিক চিংড়ি ঘের ও পুকুরের মাছ। ফলে শতাধিক পরিবার চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। তারা রান্না করতেও পাছেন না। মাছ চাষের নামে বাঁধের নিচ থেকে পাইপ দেয়া বাঁধ এ অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সদর উপজেলার মুন্সীগঞ্জ সেতুর নিচ থেকে কিছু দূরে এসে গ্রাম রক্ষা বাঁধের একটি অংশে নালা তৈরি হয়। জোয়ারের পানির চাপে ওই জায়গা থেকে বাঁধ ভেঙ্গে যায়। ফলে পানি ঢুকে গ্রাম প্লাবিত হয়। এতে ঘরবাড়ি ডুবে গেছে। ভেসে গেছে শতাধিক চিংড়ি ঘেরসহ পুকুরের মাছ। পানিতে চুলা ডুবে যাওয়ায় অনেকে রান্না করতে পারছেন না। বাগেরহাট এলজিইডি নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান জানান, ভেঙ্গে যাওয়া এলাকায় দ্রুত মেরামতের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। পাউবো’র নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান বলেন, পাউবোর নাজিরপুর উপ-প্রকল্প নামে কেশবপুর এলাকায় একটি বেড়িবাঁধ ছিল। ১০-১২ বছর আগে এখানে পাকা সড়ক করে এলজিইডি। গ্রামে জোয়ারের পানি প্রবেশের জন্য কালভার্ট করা হয়। বাঁধের পাশে স্থানীয়দের চিংড়ি ঘেরে পানি চলাচল সচল রাখার জন্য বাঁধের নিচ থেকে ছোট ছোট পাইপ দেয়া হয়। এই পাইপ ও কালভার্টের ফলে বাঁধটিতে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। যত শীঘ্রই সম্ভব এখানে বাঁধ সংস্কারের মাধ্যমে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ করা হবে।
×