ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ০০:৪৪, ২৬ জুলাই ২০২০

সেলাই মেশিন বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৫ জুলাই ॥ কোস্টগার্ড দক্ষিণ জোনের উদ্যোগে ভোলায় অসহায় জেলে পরিবারের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে খেয়াঘাট রোডস্থ প্রধান কার্যালয়ে সেবাদানকারী প্রতিষ্ঠান বিদ্যানন্দের যাকাতের টাকার অর্থায়নে ৪টি মাছ ধরার নৌকা, ১টি সেলাই মেশিন, ২টি ছাগল ও ২টি ভ্যান গাড়ি ৮ জেলে পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এ সময় কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা লে. মাহবুবুল আলম শাকিলসহ অন্যরা উপস্থিত ছিলেন। উপকূলীয় অঞ্চলের প্রত্যন্ত এলাকার দরিদ্র জেলেদের মাঝে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে কোস্টগার্ড কর্মকর্তারা জানান। নিষিদ্ধ পলিথিন কারখানার সন্ধান নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৫ জুলাই ॥ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযান চালিয়ে সদর উপজেলার সতরশ্রী এলাকার একটি নিষিদ্ধ পলিথিন কারখানা থেকে প্রায় ৮ হাজার ৫শ’ ১০ কেজি নিষিদ্ধ পলিথিন ছাড়াও বিপুল পরিমাণ কাঁচামাল এবং উৎপাদন যন্ত্র জব্দ করেছে। শুক্রবার রাতে পুলিশ ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত কারাখানাটির মালিক জাহাঙ্গীর হোসাইন রেজভীকে নগদ দেড় লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদ- দেন। জানা গেছে, জাহাঙ্গীর হোসাইন রেজভী নামে ওই ব্যক্তি সদর উপজেলার সতরশ্রী এলাকায় ‘কৃষক বন্ধু অটোরাইস মিল’ নামে একটি রাইস মিলে নিষিদ্ধ পলিথিন উৎপাদন এবং তা বাজারজাত করে আসছিলেন।
×