ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় করোনাজয়ী ৮৩ পুলিশ প্লাজমা দিলেন

প্রকাশিত: ০০:৪৪, ২৬ জুলাই ২০২০

কুমিল্লায় করোনাজয়ী ৮৩ পুলিশ প্লাজমা দিলেন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৫ জুলাই ॥ করোনা ক্রান্তিকালে কুমিল্লায় দায়িত্ব পালন করতে গিয়ে ২০৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। জেলা পুলিশের তত্ত্বাবধানে এরা পর্যায়ক্রমে সুস্থ হয়ে কাজে ফিরে আসছেন। করোনাজয়ী পুলিশ সদস্যদের মধ্যে শনিবার ৫৬ জন ও এর আগে ২৭ জনসহ ৮৩ পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে তাদের রক্তের প্লাজমা দান করেছেন। শনিবার কুমিল্লার পুলিশ লাইনে প্লাজমা ডোনেটকারী পুলিশ সদস্যদের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের এ সব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন আজিমুল আহসান, শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, তানভীর সালেহীন ইমন, নাজমুল আহসান প্রমুখ। পুলিশ সুপার জানান, শনিবার প্লাজমা ডোনেট করতে ঢাকায় যাওয়া পুলিশের মধ্যে ২ জন পরিদর্শক, ১২ জন এস আই, ১৫ এ এস আই ও ২৭ জন কনস্টেবল পদের পুলিশ রয়েছেন।
×