ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ড্রেজার চালক নিহত

প্রকাশিত: ০০:৪৪, ২৬ জুলাই ২০২০

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ড্রেজার চালক নিহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীর ২নং রেলগেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মুছা সরকার (৫৭) নামে এক ড্রেজারের চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে। নিহত মুছা সরকার মুন্সীগঞ্জ জেলার ভিটিহোগলা গ্রামের আবুল সরকারের ছেলে ও ড্রেজারের চালক। এ খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আকাশ ও রাজা নামে দুইজনকে গ্রেফতার করেছে। নিহতের স্বজনরা জানায়, মুছা সরকার সিলেটের শেরপুর থেকে নারায়ণগঞ্জে ভোরে আসেন। তিনি লঞ্চে করে মুন্সীগঞ্জের নিজ বাড়িতে যাবেন। ফলে তিনি পায়ে হেঁটে লঞ্চ টার্মিনালের উদ্দেশে ২ নং রেলগেট এলাকায় পৌঁছেন। সেখানে ছিনতাইকারীরা তার গতিরোধ করে। এ সময় তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নিতে চাইলে তার সঙ্গে ছিনতাইারীদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বগুড়ায় নদীতে ডুবে কৃষকের মৃত্যু স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার গাবতলি উপজেলায় নেপালতলির বুরুজ দক্ষিণপাড়া এলাকায় সুখদহ নদীতে বন্যার পানির তীব্র স্রোতে ডুবে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম মন্তেজার রহমান (৫৫)। শুক্রবার রাতে ফায়ার সার্ভিসের ডুবুরিরা স্রোতের ভাটি থেকে তার লাশ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে সে জমির আইল ঠিক করার জন্য কোদাল নিয়ে ঘর থেকে বের হয়। বিকেলেও ফিরে না এলে লোকজন নদীতে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে গাবতলি ফায়ার সার্ভিসের লোকজন রাতে তার লাশ উদ্ধার করে।
×