ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

৬৫ দিন বন্ধ থাকার পর সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে

প্রকাশিত: ০০:৪৩, ২৬ জুলাই ২০২০

৬৫ দিন বন্ধ থাকার পর সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। সঙ্গে রয়েছে অন্যান্য মাছও। টানা ৬৫ দিন বন্ধ থাকার পর গত দুদিন আগ থেকে সাগরে শুরু হয়েছে আবারও মৎস্য শিকার। শুক্রবার সকাল থেকে বৃহত্তর চট্টগ্রামের সবচেয়ে বড় মাছের আড়ত ও ঐতিহ্যবাহী ফিশারিঘাটে ইলিশের বেচাকেনা। গত ২০ থেকে ২৩ জুলাই পর্যন্ত টানা ৬৫ দিন সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও আহরণ নিশ্চিতকরণে সাগরে সব ধরনের মাছ শিকার বন্ধ ছিল। ৬৫ দিন পূর্ণ হওয়ার পর ২৩ জুলাই রাতেই মাছ শিকারে ইঞ্জিন বোট ও ট্রলারযোগে সাগরে যাত্রা করে। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, এ ফিশারিঘাটে প্রতিদিন গড়ে ৩০ ইলিশ, ২৫ লইট্যা এবং ৫ থেকে ১০টি অন্যান্য সামুদ্রিক মাছ বোঝাই ইঞ্জিনবোট থেকে মৎস্য অবতরণ করছে। অবতরণের পর এসব মাছ আড়তে নিয়ে আসা হয়। আড়তজুড়ে দেখা যায় ইলিশের রমরমা বেচাকেনা। গড়ে ৭ থেকে ৮শ’ গ্রামের ইলিশের মণ ১৮ হাজার টাকা, ৫ থেকে ৬শ’ গ্রাম মণ ১৪ হাজার এবং এর চেয়ে ছোট ইলিশ মণ ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
×