ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কালকিনিতে হত্যা মামলার আসামির ফাঁসি দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০০:৪০, ২৬ জুলাই ২০২০

কালকিনিতে হত্যা মামলার আসামির ফাঁসি দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, ২৫ জুলাই ॥ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্য মোঃ রাজ্জাক মাতুব্বর (রিজু)র স্ত্রী হামিদা বেগম (৬০) হত্যা মামলার গ্রেফতারকৃত আসামির ফাঁসির দাবিতে ও আসামি পক্ষের হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী। আজ শনিবার সকালে উপজেলার কাজীবাকাই এলাকার পশ্চিম মাইজপাড়া গ্রামে এ কর্মসূচী পালন করা হয়। এদিকে হুমকির ঘটনায় বাদীপক্ষের লোকজনের মাঝে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ রাজ্জাক মাতুব্বর (রিজু)র স্ত্রী হামিদা বেগমকে গত ১৬ জুন হত্যা করে বাড়ির পাশের একটি পাট খেতে ফেলে রাখে একই এলাকার বারেক মাতুব্বরের ছেলে নুরু মাতুব্বর। এ হত্যার ঘটনায় ইউপি সদস্য রাজ্জাক মাতুব্বর বাদী হয়ে উপজেলার ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে শুক্রবার রাত একটার দিকে ফরিদপুর জেলার নগরকান্দা থানার চাঁদহাট গ্রাম থেকে পলাতক অবস্থায় নুরু মাতুব্বরকে জেলা ডিবি পুলিশ গ্রেফতার করে। এ গ্রেফতারের ঘটনায় ক্ষিপ্ত হয়ে আসামি পক্ষের লোকজন বাদী পক্ষকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ হুমকির প্রতিবাদ ও আসামিদের ফাঁসির দাবিতে বাদী পক্ষের ও স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন বাবুল আকন, সোহরাফ মাতুব্বর, সোবহান আকন ও সোহেল আকন। এ সময় বক্তারা আসামিদের ফাঁসির দাবি জানান। সাবেক ইউপি সদস্য ও মামলার বাদী মোঃ রাজ্জাক মাতুব্বর বলেন, আমি মামলা করায় আমাকে ও আমার পরিবারের সকলকে হত্যার হুমকি দিয়ে আসছে আসামি পক্ষের লোকজন।
×